Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Safiqul Islam Kohinoor

১০ বছর আগে

চুপ, তুই ডাক্তারের চেয়ে বেশী বুঝছ!

ভুমিকম্পে এক শহরে বহু ঘর বাড়ী, গাছাপালা ধ্বংস হয়েছে, বহু মানুষ হতাহত হয়েছে। উদ্ধার কাজে নানা পেশাদার লোক মানুষের পাশে এসেছে। সেনা বাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ-আনাসার, ডাক্তার ইঞ্জিনিয়ার  থেকে শুরু করে সর্বস্তরের জনগণ।

ডাক্তারদের কাজ দেওয়া হয়েছে যে যারা নিহত হয়েছে সেইসব মৃত ব্যক্তিদের লাল কালিতে ক্রস চিহ্ন দিয়ে মর্গে পাঠাবে, সেখানে পোস্ট মরটেমের পরে আত্মীয় স্বজনদের কাছে অথবা আঞ্জুমানে মফিজুল ইসলামের কাছে দিয়ে দেবে। ডাক্তাররা রাত দিন মৃত মানুষ সনাক্ত মর্গে পাঠাচ্ছে। মর্গে ভিতর বাহির লাল ক্রস দেয়া লাশে ভরে গেছে। ডোম একের পর এক মৃত মানুষের পেট কেটে লিভার-কলিজা বের নিচ্ছে আর সেলাই করে দিচ্ছে।

 

এর মধ্যে ভুল করে একজন জীবন্ত মানুষকে ডাক্তাররা লাল  ক্রস চিহ্ন দিয়ে মর্গে পাঠিয়ে দিয়েছে।

অনেক লাশের মধ্যে তাকে মর্গে নিয়ে গেছে।

হঠাৎ তার জ্ঞান ফিরে এসেছে। 

সে দেখছে ডোম মৃত মানুষ গুলোর পেট কেটে লিভার-কলিজা বের করে নিচ্ছে।

যখন জীবন্ত মানুষটার দিকে ডোম আসছে এবং তাকে ধরে টান মারছে 

তখন জীবন্ত মানুষটা বলছে, ভাই আমি তো মরি নাই। 

আমাকে নিচ্ছেন কেন ?

ডোম বলছে-চুপ, তুই ডাক্তারের চেয়ে বেশী বুঝছ ?

দেখছনা ডাক্তার তোরে লাল ক্রস চিহ্ন দিয়া মইরা গেছস লেইখা দিছে। আবার কথা কস।

একদম কথা কইবি না।

আরে ডোম ভাই শুনেন, আসলেই আমি মরি নাই।

চুপ, আগে পোস্ট মরটেম করে নেই, তারপর তোর সব কথা পরে শুনবো।    

বেটা ডাক্তারের চেয়ে বেশী বুঝে, সাহস কত।  

 

৩ Likes ৩৫ Comments ০ Share ৭০০ Views

Comments (35)

  • - লুৎফুর রহমান পাশা

    বাস্তব এবং জীবন মুখী কবিতা

    • - অনিন্দ্য অন্তর অপু

      ধন্যবাদ---

       

      শুভেচ্ছা সম্পাদক  

    - নীল সাধু

    ভিন্ন ভাবনার ভিন্নরকম কবিতা -

     

    শুভেচ্ছা কবি অপু।

    ভালো থেকো।

    • - অনিন্দ্য অন্তর অপু

      জীবনের কথা বলে যাওয়া কিছু কথা 

    - ফেরদৌসী বেগম ( শিল্পী )

    কৃষক বাবাদের মনের ভয় ও আশঙ্কার চিত্রটি দারুনভাবে ফুটিয়ে তুলেছেন আপনার কবিতায়। বেশ ভালো লাগলো আপনার এই বাস্তবধর্মী কবিতাটি। শুভকামনা রইলো।

    Load more comments...