Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চলুন ঘুরে আসি সাকুরা গার্ডেন (আঁগারগাঁও).... (১)

হুট করেই সেদিন চলে গেছিলাম বাণিজ্য মেলায়……. দুপুরে অফিস থেকে ছুটি নিয়ে আমি আর আমার বোন মিলে গেলাম সেখানে । প্রায় আড়াইটা তিনটা বাজে পৌঁছালাম সেখানে । তখন মেলা পুরাই ফাঁকা । আগত কিছু দর্শণার্থি এলোমেলো ঘুরে বেড়াচ্ছে । আমি আর আমার বোন মিলে যুক্তি করলাম আগে ঘুরে ফিরে দেখে নেই । তারপর কোন দোকানে গিয়ে ঢুকে জিনিসপত্র দেখা যাবে । এমনি ঘুরতে ঘুরতে এক জায়গায় দেখলাম লেখা সাকুরা গার্ডেন ।

ভাবলাম এটা আবার কি বাণিজ্য মেলার ভিতরে আবার গার্ডেন কিসের । দুই বোন গেলাম সেখানে । গিয়ে তো পুরাই অবাক । হয়তো অনেকেই দেখেছেন সাকুরা গার্ডেন কৃত্তিম গার্ডেন বা কৃত্তিম পার্ক । ছোর্ট একটা ব্রিজ পেরিয়ে ঢুকলাম গার্ডেনের ভিতর । অসংখ্য ডালিয়া ফুটে আছে রঙ বেরঙের । ফুলের ছবি তেমন উঠাতে পারিনি । কারণ প্রচন্ড রোদ্দুর ছিল । ছবিও ভাল আসে না। ঘুরতে গেলাম কৃত্রিম পার্কের কাছে । সেখানে গিয়ে তো অবাক !!!!!! প্রথমেই ভয় পেয়ে যাই  ওরে বাপস এত বড় কুমির তাও হা করে আছে কেন । সবাই দাঁড়িয়ে দেখছে । মুহুর্তেই বুঝে গেলাম ।

কৃত্রিম জলাশয় …… তাতে আছে মাছরাঙা, বক, জলাশয়ের পাশে নানা ধরণের পাখি, শকুন,  দোয়েল, হরিণ বাঘ, বানর, গাছে ঝুলে আছে বানর । বাবুই পাখির বাসা, প্রজাপতি, নৌকা, হারিকেন ।  এর সবই দেখতে পাবেন সেখানে জায়গায় জায়গায় ঝুলানো ।

বেশ পরিচ্ছন্ন পরিবেশ । খুব ভাল লাগছিল । অনেকটা সময় থাকতে ইচ্ছে করছিল কিন্তু সময় হাতে কম সন্ধ্যার আগেই ফিরতে হবে বাড়ি । তাই টুকটাক কিছু ছবি তুলে আবার ঘুরে ঘুরে দেখতে লাগলাম বাণিজ্য মেলার জিনিসপত্র ।

বড়দের মন না ভরোক কিন্তু বাচ্চারা যে এখানে আনন্দ পারে এ ব্যাপারে আমি নিশ্চিন্ত । দেখুন সেখানের কতগুলি ছবি………..

১। সাকুরা গার্ডেন এর গেইট

২। ছোট ব্রিজ

৩।মেজেন্ডা ডালিয়া

৪। হলুদ ডালিয়া

৫। ডাঙায় কুমির

৬। আবার জলেও কুমির

৭। হারিকেন ঝুলিয়ে রাখা হয়েছে

৮। রয়েল বেঙল টাইগার

৯। বাবুই পাখির বাসা

 

১০। এটাকে আবার কৃত্রিম মনে করবেন না কিন্তু ভুলেও । এখানে দুইটা জ্যন্ত হাঁস আছে

১১। বকটা কৃত্রিম কিন্তু পিছনের হাঁসটা সত্য ১০২ বার

১২। বক সহ পুরা জলাশয়টি । দেখুন কেমন অদ্ভুত সুন্দর লাগছে ।

১৩। বানর । পিছনে একজন বাবা তার বাচ্চাকে ছেড়ে দিয়েছেন ভিতরে । পিচ্চি বেশ মজা পাচ্ছে ।

(সাকুরা গার্ডেন স্থায়ী না অস্থায়ী আমি ঠিক জানি না……………)

 
 
 
০ Likes ৪ Comments ০ Share ৬৪৭ Views