Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফারজানা মৌরি

৯ বছর আগে

ঘরের সাজে তৈরি করুন ইতিবাচক মনোভাব

কেমন হতো যদি ঘরে ঢুকলেই মনের সব দুঃখ কষ্ট নিমিষেই দূর হয়ে যেতো। ঘরের যেদিকেই তাকাতেন সেদিকেই শুধু মন ভালো করে দেয়ার মত জিনিসপত্র থাকতো! পুরোই যেন স্বপ্নের বাড়ি তাই না? এমন একটা বাড়ির স্বপ্ন সবারই থাকে। খুব সহজেই আপনার বাড়িটিকেও সাজিয়ে নিতে পারবেন এভাবে। জানতে চান কীভাবে? জেনে নিন কিছু সহজ উপায়।

১) ঘরের দেয়ালের রং হিসেবে ব্যবহার করুন সাদা, হালকা গোলাপি, হালকা টিয়া রঙ অথবা উজ্জ্বল হলুদ। এই রঙ গুলো মনে ইতিবাচক প্রভাব বিস্তার করে। ফলে ঘরের দেয়ালে তাকালে মন ভালো হয়ে যায়।

২) ঘরের দেয়ালে খুব বেশি কিছু ঝোলাবেন না। যত খালি রাখা যায় ততই ছিমছাম দেখাবে দেয়াল। আর ছিমছাম দেয়াল মনকে প্রশান্ত রাখতে সহায়তা করে।

৩) ঘরের যেকোনো এক দেয়ালে বড় একটি আয়না লাগিয়ে দিন। এতে নিজেকে নিজের কাছে হাজিরা দিতে হবে বার বার। আর নিজেকে গোমরা মুখে দেখতে নিশ্চয়ই কারোরই ভালো লাগে না তাইনা?

৪) ঘরের কোনো আসবাব যেন ভারী, জমকালো ও গাঢ় রঙের না হয় সেই বিষয়ে খেয়াল রাখুন।

৫) ঘরের পর্দা, কুশন, বিছানার চাদর কিংবা সোফা কোনো কিছুতেই কালো রঙ ব্যবহার করবেন না। কালো রঙ মনকে বিষণ্ণ করে দেয়।

৬) ঘরের পেইন্টিং নির্বাচনের ক্ষেত্রে উজ্জ্বল, ইতিবাচক বিষয় নির্বাচন করুন।

৭) ঘরের ভেতরে কিছু সবুজ গাছপালা রাখুন। সবুজ গাছপালা মনকে সতেজ রাখে এবং মনে ইতিবাচক প্রভাব ফেলে।

৮) বেডরুমে সুগন্ধি ফুল রাখুন। এতে ঘুম ভালো হবে এবং মন থেকে নেতিবাচক প্রভাব দূর হয়ে যাবে।

৯) ঘরে প্রচুর আলোবাতাস চলাচলের ব্যবস্থা রাখুন। রাতেও ঘরকে আলোআঁধারিতে রাখবেন না। উজ্জ্বল আলো জ্বালিয়ে রাখুন। শুধু ঘুমাতে যাওয়ার আগে আলো নিভিয়ে দিন।

০ Likes ০ Comments ০ Share ৪৪৮ Views

Comments (0)

  • - ফাতিন আরফি

    বেশ। 

    • - আলমগীর সরকার লিটন

      বেশ মানেই তো অনুপ্রেরনা দাদা

      ভাল থাকুন

    - সোহেল আহমেদ পরান

    খুব সুন্দর লিখেছেন ।

    শুভেচ্ছা অবিরত।।

    • - আলমগীর সরকার লিটন

      যাক অসংখ্যা ধন্যবাদ

      ভাল থাকুন ----দাদা

    • Load more relies...