Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

গণতন্ত্র মানে গণশৌচাগার

 

 

 

 

স্বদেশের গণতন্ত্র মানে গণশৌচাগার
যার যেমন ইচ্ছে তেমন করে 
মল মূত্র ত্যাগ করছে।
আর আমরা কতিপয় সাধারণ মানুষ 
নিয়মতান্ত্রিক নিরেপেক্ষতার সন্ধিক্ষণে 
গণতন্ত্রের বদহজম করছি।

যার যে কথা বলার নয় 
সে তা বলছে 
যার যে কথা বলার 
সে তা বলছে না। 
যার যে কাজ করার 
সে তা করছে না 
যার যে কাজ না করার কথা 
সে তা অনায়েসে করছে ।
চারিদিকে পরাধীনতার নামে 
স্বাধীনতার চর্চায় মগ্ন সমগ্র জাতি। 

এখানে গণতন্ত্র মানে 
পুঁজিবাদী ক্ষমতাধর ধনকুবদের 
নিশ্চিত নিরাপত্তার স্বর্গবাস।
দলীয় পৃষ্টপোষকতায় রাতের আঁধারে 
আঙুল ফুলে কলা গাছ।

এখানে গণতন্ত্র মানে 
হত দরিদ্র শ্রমজীবি ও মধ্যবৃত্তের 
নিশ্চিত নিরাপত্তাহীনতায় নরক বাস। 
শোষকের কালো চশমার আড়ালে 
রাতের আঁধারে ভিক্ষাবৃত্তির বেশ।
বিএসটিআই এর শতভাগ গ্যারান্টিযুক্ত 
মৃত্যুর বিশাল মূল্য হ্রাস।

গণতন্ত্রের আকাশ জুড়ে 
সিঁদুর রঙের মেঘ জমেছে 
হায়েনাদের ভয়াল নীল নকশায় 
বিপন্ন জাতিস্বত্বা
কোথাও নেই কোন আশার বাণী 
ক্রোধের আগুনের দাবানলে 
দাউ দাউ করে জ্বলছে।
অতঃপর আমরা কিছু মানুষ 
গন্তব্যহীন পথিকের মত নির্বাক প্রতীক্ষারত 
এক পশলা শান্তির বৃষ্টির জন্য। 

 

 

 

০ Likes ১৫ Comments ০ Share ৪৬৫ Views

Comments (15)

  • - তাহমিদুর রহমান

    তার কয়েকটি কবিতার লাইন

    হায় এ কান্নার নাই ক শেষ
    কই মা শান্তির কোন্ সে দেশ?
    কোন সে দূরপথ অস্তে হায়
    পান্থ বাস যায়, যায়, নাই মা ক্লেশ।।
    (আরবি ছন্দের কবিতা, নির্ঝর)'