Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কেমন যাবে ভালোবাসা দিবস ? !

বেকার সিঙ্গেলঃ দিনটি একেবারেই আপনার জন্যে নয়। হতাশা তৈরি হবে। দিনের অধিকাংশ সময়ে ফেসবুকে থাকার সম্ভাবনা। প্রেম রোমান্স বিনোদন তালগাছের মাথায় উঠে থাকবে। মানে অশুভ।

বেকার প্রেমিকঃ দিনটি আপনার জন্যে অত্যন্ত ভয়ংকর। মিথ্যে বলার প্রবণতা দেখা যাবে। বাধ্য হয়ে প্রেমিকাকে সময় দেয়া লাগতে পারে। প্রবল অর্থব্যয়ের সম্ভাবনা।

পুরাতন জুটিঃ আর দশটা দিনের মতোই সাধারণ যাবে। প্রেমিক প্রেমিকা যে যার মতো ব্যস্ত থাকবে। বিকালে সামান্য সাক্ষাৎ শুভ। দিনটি সাদামাটা ভেজিটেবলের মতই হবে। কদু টাইপ ভেজিটেবল।

নব্য জুটিঃ মন উড়ুউড়ু থাকবে। দিনটিকে রঙিন মনে হবে। বাবার পকেট কাটিঙের মাধ্যমে অর্থপ্রাপ্তি হতে পারে। প্রেম রোমান্স তুঙ্গে। অধিক ফুচকা খেয়ে পেট খারাপের সম্ভাবনা।

পুরাতন দম্পতিঃ ঝগড়ার মাধ্যমে দিন শুরু হতে পারে। মানসিক অশান্তিতে ভুগবেন। বিকালে ভ্রমন শুভ। ভ্রমণের শেষে আরেকদফা ঝগড়া হওয়ার সম্ভাবনা। উত্তেজনা পরিহার করুন।

নব্য দম্পতিঃ আহা কি আনন্দ আকাশে বাতাসে টাইপের মনোভাব থাকবে দুজনের মধ্যেই। রিকশা ভ্রমন শুভ। স্বামী অন্য মেয়েদের দিকে তাকালে মহাপ্রলয় ঘটে যাওয়ার সম্ভাবনা। স্বামীকে সাবধান থাকতে হবে। রোমান্স চতুর্দিকে উড়ে বেড়াবে। মানে অত্যন্ত শুভ।

বিশ্বপ্রেমিকঃ দিনটিকে বর্জন করুন। ঘরে বসে সময় কাটান। মোবাইল ফোন বন্ধ রাখুন। ফেসবুকে চ্যাট শুভ। সন্ধ্যায় বের হলেও বাসার আশেপাশে থাকতে হবে। দুই তিনজন প্রেমিকার সাথে দেখা হয়ে গেলে বিপদ হতে পারে। সেক্ষেত্রে হাসপাতালে অগ্রিম সিট রেখে দেয়া যেতে পারে। রোমান্স শূন্যের কোঠায়।

মুরুব্বিঃ ছেলেপুলের কাজকর্ম দেখে বুকে ব্যাথা ওঠার সম্ভাবনা আছে। টেলিভিশনের সামনে বসা যাবে না। তবে টেলিভিশন বন্ধ থাকলে সমস্যা নেই। ঘুমিয়ে দিন কাটাতে পারেন। রাস্তা ঘাটে বের হলে মেজাজ গরম হয়ে যেতে পারে। আইসব্যাগ সঙ্গে রাখুন।

গার্জিয়ানঃ ছেলে মেয়ের দিকে তীক্ষ্ণ নজর রাখুন। নজরে লাভ নাও হতে পারে। ছেলে মেয়েদের ঘরে আটকে রাখতে পারেন। তবে এক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে। টেনশন পরিহার করুন।

০ Likes ১৪ Comments ০ Share ৬০৮ Views

Comments (14)

  • - গোঁফওয়ালা

    ধন্যবাদ সচেতনতামূলক পোষ্টটির জন্য।

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      গোঁফওয়ালা ভাই প্রথমেই খুব দুঃখিত দেরি করে উত্তর দেওয়ার জন্য। লেখা ভালো লেগেছে জেনে খুব খুশী হলাম।

    - আখতারুজ্জামান সোহাগ

    প্রাত্যহিক কাজে হাতিরঝিলের বিভিন্ন অংশ দিয়ে চলাচল করা লাগে মাঝেমাঝেই। একদিন বেড়াতে গিয়েছিলাম। তাই আপনার লেখাটা মিলিয়ে নিতে পারলাম। বাস্তবতা উঠে এসেছে আপনার লেখায়। ধন্যবাদ জনসচেতনতামূলক পোস্টটির জন্য। কিছু উপাত্তের জন্যও।

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      সোহাগ ভাই দেরিতে উত্তর দেওয়ার জন্য ক্ষমা প্রার্থী। হাতিরঝিলের কাজ পুরোটা সম্পূর্ণ হয়ে গেলে আশা করি এইসব সমস্যার সমাধান হয়ে যাবে।

    - মিশু মিলন

    খুব ভাল একটি বিষয় নিয়ে খিলেছেন। 

    এটাই আমাদের সমস্যা। আমরা ভাল কিছু তো করতেই চাই না। আবার যাও বা করি তার পরিচর্যা করতে ভুলে যাই।

    ভাল থাকুন রথি। বসন্তের শুভেচ্ছা। 

    • - দেওয়ান কামরুল হাসান রথি

      মিশু ভাই ক্ষমা করে দিবেন দেরি করে উত্তর দেওয়ার জন্য, হাতিরঝিল প্রকল্প বাংলাদেশ সেনাবাহিনী বা বাংলাদেশ পুলিশের হাতে দায়িত্ব অর্পণ করে দেওয়া হলে এইসব সমস্যা অনেকাংশে লাঘব হবে।

    • Load more relies...
    Load more comments...