Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কেবলি তাহারে বলি...

 

 পথের মধ্যে কুকুর দের হাতের বিস্কুট আছে এমন ভঙ্গিমা ধরলে তারাও পিছু পিছু আসে। যতক্ষণ তাদের খালি হাত না দেখানো হয় ঠিক ততক্ষণই তারা ঘুরে। এক সময় তারা চলে ও যায় নিরাস হয়ে।

 

“এ ডাইমন্ড রিং ক্যান ইন্সপাইয়ার এ ব্রেক থ্রু”। এই কথার সারমর্ম উপরে সুন্দরভাবে পরিস্ফুটন করা হয়েছে। একটা স্থল-জ্যান্ত উদাহরন দিতে মন চাইছে না কিন্তু দিতেই হচ্ছে কারন আমি এখন কারো বাপের ব্যটির সাথে বর্তমান নই।

 

উদাঃ ধরেন, আমার জিএফ(গ্রেট ফ্রেন্ড)-কে যদি কোন এক স্থানীয় বিল গেট্‌স এর ছেলে সেই বিস্কুট তত্ত্ব শিখিয়ে পড়িয়ে নিয়ে যায়। সেখানে আমার মত উদীয়মান ফকিরের কিছুই করার নাই। তবে হ্যাঁ, এক্ষেত্রে বড় বাঁচা বাইচা গেছি এমন কুকুর টাইপ জিনিস কবল থেকে মহান আল্লাহ-তালার অসীম কৃপায়।

আর আমার এলাকায় সেই কুকুরের জন্য একেবারে ২৮৮ ধারা নিরবিচ্ছিন ভাবে এখনো জারি আছে।

(নিঃসন্দেহে আমার চরিত্র খারাপ এটা আমি জানি, তাই বলে মিথ্যা এক্যুউসজ্‌ড করে যে আমারে ছলা-কলা বোঝাইয়া সাধু-মা সাজবা তা কেমনে হয়!!! এতটা আ*ল ভাবা মনে হয় ঠিক না। আগে ভাবতাম আমি পাপের সাঁজা পাইছি। এখন রামায়ণ শোনার পর একটু হেলদি ফিল করতাছি)

 

-দুশ্চরিত্র ছেলে    

০ Likes ৪ Comments ০ Share ৬২৭ Views

Comments (4)