Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দিলারা জামান

৯ বছর আগে

কিভাবে ছেলেদের ত্বক সজীব থাকবে?

ত্বক সুন্দর রাখতে কে না চাই? নিজের ত্বককে সুস্থ ও সুন্দর রাখতে আপনার একটু সচেতনতা বৃদ্ধিই যথেষ্ট।

জন্মগত কারণেই অনেকের ত্বক ফর্সা আবার অনেকের শ্যামলা, তবে নিজের স্বভাবের কারণেই অনেক সময় ফর্সা বা শ্যামলা যে কোন প্রকারের ত্বক হোক না কেন তা অনুজ্জ্বল হয়ে যায়।

ত্বক সুন্দর রাখতে কেমিক্যালের চেয়ে প্রাকৃতিক উপাদান ব্যবহার করা ভালো। কেননা, কেমিক্যাল ব্যবহারে ত্বকের কোমলতা ও উজ্জ্বলতা কমে যেতে পারে। মুখ ও গলায় আলু, পাতিলেবুর রস, কচি শসার রস ব্যবহারে ভালো ফল পাওয়া যায়।

আলু পানিতে ধুয়ে পাতলা করে কেটে মুখমণ্ডল ও গলা ১০ মিনিট ঘষতে হবে। এরপর ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে। এতে ত্বকের সজীবতা ফিরে আসবে।

পেপে, গাজর, শসা, কমলা, আপেল পেস্ট করে স্ক্রাব তৈরি করে ব্যবহার করতে পারেন। বাসায় এসব করতে না চাইলে যে কোনো জেন্টস পার্লার ও সেলুনে গিয়ে ত্বকের পরিচর্যা করাতে পারেন।

মাসে অন্তত দুবার ফেসিয়াল করা উচিত। ফেসিয়াল করলে ত্বকের ব্লাক হেডস দূর হয়ে যায়। যারা সময়ের অভাবে অথবা অনভ্যস্ততার কারণে পার্লারে পরিচর্যা করতে পারেন না, তাদের জন্য ঘরে বসে ত্বকের পরিচর্যার দুটি সহজ পদ্ধতি-

তৈলাক্ত ত্বকের জন্য :

যাদের ত্বক তৈলাক্ত তারা দুই চামচ কাঠবাদাম বাটা এবং মুগডাল গুঁড়ার সঙ্গে এক চা চামচ গোলাপজল দিয়ে পেস্ট তৈরি করে মুখ ও গলায় মেখে ২০ মিনিট রেখে ঠাণ্ডা পানি দিয়ে আলতোভাবে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে দুবার এভাবে ত্বকের পরিচর্যা করুন।

শুষ্ক ত্বকের জন্য :

শুষ্ক ত্বকের জন্য দুই চা চামচ মুগডাল গুঁড়া, সমপরিমাণ ময়দা, দুই চামচ আর্মন্ড অয়েল, দুই চামচ প্রিপারমিন্ট ওয়েল সেইসঙ্গে এক চামচ গোলাপজল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখ ও গলায় মেখে ২০ মিনিট রাখুন। এবার ঠাণ্ডা পানি দিয়ে ধুয়ে ময়শ্চারাইজার মাখুন।
০ Likes ১ Comments ০ Share ৪৩১ Views