Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ধ্রুব তারা

১০ বছর আগে

কিছু খুদে হাস্যরস

১. হতাশাবাদীদের কাছ থেকে টাকা ধার করো। কারণ তারা ফেরত পাওয়ার আশা করবে না।

২. ভুল বলো, নইলে বুঝতে পারবে না, সবাই তোমার কথা শুনছে কি না।

৩. সব সময় মনে রেখো, তুমি অন্য রকম। বাকি সবার মতো!

৪. পৃথিবীতে তিন ধরনের মানুষ আছে। এক ধরনের মানুষ গণনা করতে পারে, আরেক ধরনের মানুষ পারে না।

৫. আহা! চুরি কোরো না। রাজা মশাই প্রতিযোগী পছন্দ করেন না।

৬. দুটি কথা বলার ছিল। প্রথম কথাটা হলো, দ্বিতীয় কথাটা খুবই গোপন—বলা যাবে না!

৭. আছাড় খাওয়া খুবই মজার একটা ব্যাপার, যদি সেটা আমার বেলায় না ঘটে।

৮. ব্যাংক তোমাকে তখনই টাকা ঋণ দেবে, যখন জানবে তোমার ঋণ না নেওয়ার মতো যথেষ্ট টাকা আছে।

৯. জীবনের প্রথম দুই বছর মা আমাকে হাঁটতে আর কথা বলতে শেখালেন। পরবর্তী ১০ বছর আমাকে যে কথাটা সবচেয়ে বেশিবার বললেন—‘চুপ করে বসে থাকো!’

১০. প্রতিটি পুরুষের সফলতার পেছনে একজন নারী থাকে, প্রতিটি পুরুষের ব্যর্থতার পেছনে আরেকজন নারী থাকে।

১১. প্রথমবার ‘স্কাই ডাইভিং’ করতে চাইলেই যে তোমার একটা প্যারাস্যুট প্রয়োজন হবে, তা নয়। তবে হ্যাঁ, প্রয়োজন হবে—যদি তুমি দ্বিতীয়বার স্কাই ডাইভিং করতে চাও।

১২. কাজ আমার খুব প্রিয়। তাই নিয়মিত অফিসে যাই। বসে বসে অন্যদের কাজ দেখি।

১৩. মানুষ ভুল থেকে শিক্ষা নেয় না, এর প্রমাণ হলো, অনেকেই দ্বিতীয়বার বিয়ে করে।

১৪. ফেসবুকে আপনার ‘রিলেশনশিপ স্ট্যাটাস’ দেওয়া আছে ‘ইটস কমপ্লিকেটেড।’ হুম, নিজেকে সান্ত্বনা দেওয়া বন্ধ করে ‘সিঙ্গেল’ লিখুন।

সূত্রঃ দৈনিক প্রথম আলো।

 

০ Likes ২ Comments ০ Share ৪১৩ Views

Comments (2)

  • - ঘাস ফুল

    আহা! নয়ন জুড়িয়ে গেলো কামাল ভাই। আপনার কথাই ঠিক, 

    কেওকারাডাং এর পথে কিছুটা উঁচুতে গিয়ে দার্জিলিং পাড়ার আরো কিছু ছবি তুললাম । এক সময় উঁচু পাহাড় আর সবুজ বনানীর ভেতর হারিয়ে গেল দার্জিলিং পাড়া, কিন্তু আমার মন থেকে কখনো হারাবার নয়, এই অপার সৌন্দর্য্য..........

    এই সৌন্দর্য মন থেকে হারাবার নয়। 

    • - কামাল উদ্দিন

    - শহীদুল ইসলাম প্রামানিক

    দরুণ ছবি দারুণ পাড়া। ধন্যবাদ

    • - কামাল উদ্দিন

    - আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম

    সত্যিই এই সৌন্দর্য মন থেকে হারাবার নয়। বাংলাদেশে এত সুন্দর সুন্দর জায়গা আছে, ভাবাই যায়না। বিশেষ করে সবুজ শ্যামলিমা আমার মনকেও খুব টানে। দার্জিলিং পাড়ার এই দৃশ্যগুলি বহুদিন আমার মনে থাকবে।

    ধন্যবাদ, কামাল ভাই।

    • - কামাল উদ্দিন

      তাহলে আসুন বেড়িয়ে পড়ি আশরাফুল ভাই

    • Load more relies...
    Load more comments...