Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

১০ বছর আগে

কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন মারা গেছেন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেন মারা গেছেন।

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আনুষ্ঠানিকভাবে তার কার্যালয় থেকে সুচিত্রা সেনের মৃত্যুর খবর ঘোষণা করেছেন।তবে তার পরিবার বা হাসপাতাল কর্তৃপক্ষ এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

শুক্রবার ভারতের স্থানীয় সময় সকাল ৮টা ২৫ মিনিটে কলকাতার বেলভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এর আগে ভোররাতে তার ম্যাসিভ হার্ট-এ্যাটাক হয়।

মূলত গত ২৪ শে ডিসেম্বর থেকে ফুসফুসের সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।

স্বাস্থ্যের অবনতি হওয়ায় এই অভিনেত্রীকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছিল।

গত কয়েকদিন ধরে তার স্বাস্থ্যের কিছুটা উন্নতি হওয়ায় চিকিৎসকেরা তাকে হাসপাতাল থেকে রিলিজ করে দেবার কথাও ভাবছিলেন।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্রের মধ্যে রয়েছে- শাপমোচন, সাগরিকা, পথে হলো দেরি, দ্বীপ জেলে যাই, সবার ওপরে, সাড়ে চুয়াত্তর, সাত পাকে বাঁধা, দত্তা, গৃহদাহ, রাজলক্ষ্মী-শ্রীকান্ত ইত্যাদি।

১৯৭৮ সালে আকস্মিকভাবেই অভিনয় জীবনের ইতি টেনে লোকচক্ষুর অন্তরালে চলে যান তিনি।

০ Likes ৮ Comments ০ Share ৪২৬ Views

Comments (8)

  • - মাসুম বাদল

    কবিতা বেশ ভালো লাগলো, ভাই!!!

    • - রুদ্র আমিন

      জেনে ভাল লাগল বাদল ভাই। আপনার কি খবর ?

    • Load more relies...
    - মোকসেদুল ইসলাম

    নীরবে নয়নাশ্রুধারায়
    নিস্তব্ধতার দেশে আপনাকে রাখি ফেলে।

     

    কবিতায় ভাল লাগা রইল। 

    - গোলাম মোস্তফা

    শুভ কামনা