Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঘাস ফুল

১০ বছর আগে

কাব্যগ্রন্থঃ স্বপ্ন শব্দ ভাঙন (মাটির ময়না)

 

অ্যামেরিকান লেখক H.L. Menckenভালোবাসাকে সংজ্ঞায়িত করতে যেয়ে বলেছেন, Love is like war, easy to begin but very hard to stop.ভালোবাসার এই হৃদয়ঘটিত যুদ্ধে হেরে গিয়ে কেউ যন্ত্রণায় ভেঙে পড়ে, কেউ ধ্বংস হয়ে যায়, আবার কেউ মৃত্যুকে আলিঙ্গন করে। কিন্ত মাটির ময়না সেটাকে অনুভব করে আর বুকের গভীরে লালন করে হারানো ভালোবাসার প্রাপ্তিটুকু। মানসীকে লেখা চিঠিতে তাই সে সহজেই ব্যক্ত করতে পেড়েছে তার হৃদয় নিংড়ানো অনুভূতির কথা,   

ভালোবাসি তোমাকে না পাবার সত্যিটাকে 

আরো ভালোবাসি তোমার দেয়া কষ্ট গুলোকে (চিঠিঃ প্রিয় মানসী)

বিরহকে এভাবেই ভালোবাসার চাদরে মুড়িয়ে রেখে সে একের পর এক কবিতার জন্ম দিয়েছে। প্রচণ্ড শীতে চাদরের ওম যেমন সুখ দেয়, তার কবিতায় বিরহ তেমনি একটা প্রশান্তির পরশ বুলিয়ে রেখেছে শৈল্পিক অনুভবে, শব্দ রূপক আর উপমার নান্দনিক উপস্থাপনায়। তাই বুঝি বলা হয়, ভালোবাসা মিলনে হয় মলিন আর বিরহে হয় গভীর। কিন্তু মাটির ময়নার প্রকাশ যেন তার চেয়েও সহজ কিন্তু মর্মার্থ আরোহণে ডুব দিতে হয় অনেক গভীর।

তুমি ভালো থাকোসুখী থাকো

আমার জীবনের বইটা না হয় থাকুক দুঃখ ভরা পাতায় 

সুখের মলাটে বাধাঁ হয়ে (কবিতাঃ খণ্ডিত ভালোবাসা)

বিরহের কষ্টকে শত সহস্র শব্দের বেড়াজালে অন্তরিত করতে যেয়ে কখনো আবার তাকে ব্যর্থও হতে হয়েছে। কষ্টের কিছুটা নীল তখন উঁকি মেরে  উচ্চারণ করে,

শুধু আজ একটি কথা বল--

নির্মম এই বাস্তবতার অলিগলিতে

যতটুকু নীল আমি

তার খানিক্টা নীল কি তুই ?? (কবিতাঃ নীল)  

ব্লগিং জগতে মাটির ময়না বেশ পরিচিত একটা নাম। বিশেষ করে আলো ব্লগে এক সময় তার দৃপ্ত পদচারণ ছিল। যদিও ইদানীং তাকে খুব একটা দেখা যায় না, তবু তার পদদিহ্ন এখনও সেখানে সুস্পষ্ট। এতোটাই প্রভাব সে আমাদের মনের মধ্যে ফেলতে সক্ষম হয়েছিল তার গভীর অনুভূতি সম্পন্ন লেখার গুণে। দীর্ঘ দিন যাবত ব্লগিং জগতে তার অনুপস্থিতি আমাদের নিরাশ করেছে। কিন্তু আমাদের একেবারেই ভুলে যায়নি। তাইতো আসছে বইমেলা ২০১৪ তে সে আমাদের উপহার দিচ্ছে তার প্রথম কাব্যগ্রন্থ স্বপ্ন শব্দ ভাঙন

কবি রুদ্র মুহম্মদ শহীদুল্লাহর সহজ সরল স্বীকারোক্তি, আমি কবি নই-শব্দশ্রমিক/ শব্দের লাল হাতুড়ি পেটাই ভুল বোধে ভুল চেতনায়। মাটির ময়নাও নিজেকে একজন শব্দশ্রমিকই ভাবেন। কল্পনা প্রসূত অনুভূতি বহিঃপ্রকাশের অভিপ্রায়ে স্বপ্নিল শব্দগুলোকে ভেঙে চুড়ে নির্মাণ করেছে এই বইয়ের এক একটি কবিতা এবং চিঠি, যার প্রতিটা পংক্তির গাঁথুনিতে জড়িয়ে আছে ভালোবাসার কথা, বিরহের কথা, দ্রোহের কথা, পাওয়ার সুখের কথা অথবা না পাওয়ার কষ্টের কথা।

বইটিতে মোট চল্লিশটি কবিতা, যার বেশীর ভাগই প্রেম আর বিরহের। একটি কবিতায় দ্রোহের আগুন দাউ দাউ করে জ্বলছে, যেখানে সে দেশের পারিপার্শ্বিক প্রেক্ষাপট তুলে ধরতে যেয়ে নির্যাতিত মানুষের এক করুণ ও মর্মান্তিক চিত্র এঁকেছে। তাইতো দুঃখ ভারাক্রান্ত মনে বন্ধুকে প্রশ্ন করেছে,

অনিমেষ তুই গুণে দেখ,

বছরে কটা মরে মিনিসিঊপ্যাল্টির কুকুর আর কটা নির্যাতিত মানুষ?

(কবিতাঃ অনিমেষ .... আমি তোকে বলছি) 

চিঠি আছে তিনটি, যা পড়লে যে কারো চোখের কোণায় জল জমলে অবাক হওয়ার কিছু থাকবে না, এতোটাই বেদনা বিধুর আর প্রচণ্ড আবেগ লুকিয়ে আছে চিঠির প্রাঞ্জল বক্তব্যে। বুকফাটা কষ্টের নির্মম উপলব্ধিটা উগড়ে দিতে গিয়ে বলেছে,

জানো মানসী, এখন বর্ষা এলেই আমার চোখে বৃষ্টি নামেআমি দরজা জানালা সব বন্ধ করে রাখিতুমি ছাড়া বৃষ্টি আমাকে এখন ভীত করে তোলেযে আমি বৃষ্টি দেখলেই বেড়িয়ে পরতাম কদমের সন্ধানে তোমার খোঁপায় পড়াবো বলে, সেই আমি এখন বৃষ্টি দেখলেই চার দেয়ালে বন্দী করি নিজেকে (চিঠিঃ প্রিয় মানসী) 

প্রতিটি কবিতায় এবং চিঠিতে মাটির ময়না শব্দ চয়নে, রুপক এবং উপমার যথার্থ প্রয়োগে, ভাবের বিন্যাসে এবং কথামালার গাঁথুনিতে বেশ মুন্সিয়ানার এবং আন্তরিকতার পরিচয় দিয়েছে। গদ্য রীতিতে লেখা হলেও লেখার মধ্যে কাব্যিক ভাবটা অপাংক্তেয় ছিল না, বরং কোন কোন স্তবকের চরণগুলো ছন্দোবদ্ধ হয়ে মাধুর্য ছড়িয়েছে, যা পাঠককে সন্তর্পণে অনুভূতির গভীরে হারিয়ে গ্রাস করে নিবে মোহাবিষ্টতায়, বিমুগ্ধ আচ্ছন্নতায় কখন যে কেটে যাবে পৃথুল প্রহর, তা বুঝাই দায় হবে।  

T.S. Eliot কবিতাকে বিচার করেছেন তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দিয়ে। কবিতা নিয়ে তাঁর চমৎকার অভিব্যক্তি, “Poetry is not a turning loose of emotion, but an escape from emotion; it is not the expression of personality, but an escape from personality. But, of course, only those who have personality and emotions know what it means to want to escape from these things.” মাটির ময়নার কবিতায় এর প্রতিফলন কতটুকু ঘটেছে তা জানতে হলে পড়তে হবে তার কাব্যগ্রন্থটি।

 

এক নজরে বইটিঃ

নামঃ স্বপ্ন শব্দ ভাঙন

ধরণঃ কাব্যগ্রন্থ

লেখকঃ মাটির ময়না

প্রকাশকঃ এক রঙা এক ঘুড়ি

প্রচ্ছদঃ চারু পিন্টু

প্রকাশকালঃ আসছে বইমেলা ২০১৪

পাওয়া যাবেঃ বাংলা একাডেমী প্রাঙ্গণে ‘লিটলম্যাগ চত্বরে’ ২৫ নম্বর স্টলে

০ Likes ৫০ Comments ০ Share ৬২০ Views

Comments (50)

  • - আরমান ভাই

    আন কমন হইছে। আরো লিখুন।

    - মাহাফুজুর রহমান কনক

    অনেকদিন পর কবির ভাইর কবিতা পড়লাম। যথারীতি মুগ্ধ।

    ভালো থাকুন।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    সুন্দর কবিতা। ধন্যবাদ

    Load more comments...