Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

কাঠালের মর্ম বেদনা (ছড়া)


কাঠালের মর্ম বেদনা

নূর মোহাম্মদ নূরু
আজকে আমি বলবো শুধু কাঠাল নিয়ে কথা
জাতীয় ফল হয়েও যার মনে অনেক ব্যাথা।
ইলিশ বাঘ শাপলা দোয়েল সবই হলো রাজা
কাঠাল শুধু নামে রাজা কাজে অধম প্রজা।

আম লিচু আপেল চেরী দাম অনেক চড়া
তবু তাদের কদর বেশী কাঠালের মন মরা।
পুষ্টি বেশী দামে কম সাইজ ও অনেক বড়
তাকে ছেড়ে অন্যফল তোমরা কেন ধরো?

আপেল চেরী নামের সাথে নাম মিলিয়ে রাখে
কাঠাল বলে ডাকলে কেউ চোখ রাঙ্গিয়ে থাকে।
কাঠাল পাতা ছাগলের খুবই প্রিয় খাবার
কাঠাল কাঠ ফার্নিসারে ইচেছ তাকে পাবার।

দোয়েল এবং শাপলা চত্তর এই ঢাকাতে আছে
কাঠাল বাগান আছে বটে মান কি তাতে বাচেঁ?
রাজা সাহেব থাকবে কেন বাগানেতে পড়ি
মধু মাসে সবার সাথে তাহার কদর করি।

চেরীর চেয়ে শতগুন সাইজে বড় কাঠাল
পুষ্টিগুণ বেশী কিনা ভেবে চিন্তে বল।
স্যুপ, জুস আসিক্রিম চিপস বানাতে নিয়ো
কাঁচা পাকা যেমন ইচ্ছা তেমন করে খেয়ো।

প্রকাশ কালঃ
ঢাকাঃ সোমবারঃ ২৬ মে, ২০১৪ ইং

 .।..

০ Likes ০ Comments ০ Share ৫৫৯ Views