Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

১০ বছর আগে

কলকাতাতেও পাত্তা পাচ্ছেন না তসলিমা নাসরিন

 

 

তসলিমার বক্তব্য সমৃদ্ধ বিতর্কিত "দুঃসাহস" ধারাবাহিক যে ক্রমশঃ বন্ধের দিকে এগোচ্ছে মোটামুটি নিশ্চিত। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতর ওই ধারাবাহিকের জেরে অশান্তির আশঙ্কায় ইতিমধ্যেই কলকাতার টিভি চ্যানেল ‘আকাশ-৮’-এর কাছে চিত্রনাট্যের প্রতিলিপি চেয়ে পাঠায়। সেই সঙ্গে  ধারাবাহিকে ঠিক কি হতে চলেছে তা নিয়েও একটি রিপোর্ট চাওয়া হয় চ্যানেল কর্তৃপক্ষের কাছে। প্রতিলিপি পাওয়ার পর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নির্দেশ দেয়া হয়, ওই ধারাবাহিকের প্রতিটি এপিসোড থেকে কেটে বাদ দিতে হবে তসলিমার মন্তব্য। আর তা না হলে ওই ধারাবাহিক সম্প্রচার করা যাবে না।কিন্তু চ্যানেল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ‘দুঃসহবাস’ নামক এই ধারাবাহিকটি যেভাবে সাজানো হয়েছিল তাতে তসলিমার বক্তব্যের অংশ বাদ দিয়ে অনুষ্ঠানের মূল পর্বে প্রবেশ করানো সম্ভব নয়। তাই বাধ্য হয়েই চ্যানেল কর্তৃপক্ষ ধারাবাহিকটি বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

মূলতঃ মধ্যবিত্ত নারীদের জীবনকাহিী নিয়ে লেখা ‘দুঃসহবাস’ ধারাবাহিকটি। এ থেকে দেখা যাচ্ছে যে, বাংলাদেশ থেকে বিতাড়িত এই প্রবাসী লেখিকা ভারতেও পাত্তা পাচ্ছেন না। এখন তিনি এ বিষয়ে কি করেন সেটাই দেখার বিষয়।

 

০ Likes ৩ Comments ০ Share ৯৫৪ Views

Comments (3)

  • - তাহমিদুর রহমান

    স্বাগতম 

    - ধ্রুব তারা

    এটা সবার ব্লগ। আপনাকে শুভেচ্ছা

    - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

    নক্ষত্র ব্লগে স্বাগতম মেঘলা মেয়ে

    Load more comments...