Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ঘাস ফুল

১০ বছর আগে

কবিতায় মন্তব্য বিরতি

মানুষ সাধারণত কঠিন সিদ্ধান্ত নিতে হিমসিম খায়। কিন্তু আমি আজ অতি সহজ একটা সিদ্ধান্ত নিতে গিয়ে হিমসিম খেলাম। কিন্তু আশার কথা হল, শেষ পর্যন্ত সিদ্ধান্তটি নিতে পেড়েছি। তাতেই আমি তৃপ্তির ঢেঁকুর তুলছি।

কবিতার ব্যবচ্ছেদ সবাই করতে পারে না। আমার মতো অকবির জন্য তো এটা আরও দুরূহ ব্যাপার। তবু চেষ্টা করি কবিদের কবিতা পড়ে নিজে যা বুঝি সেই অনুযায়ী মন্তব্য করতে। আমার ভুল হতেই পারে। কবি শুধু আমার ভুলটা ধরিয়ে দিলেই কিন্তু লেটা চুকে যায়। কিন্তু যখন আমাকে কবিতা বুঝার জন্য আরও বেশী কবিতা চর্চা করতে বলা হয় কিংবা কবিতা বুঝার জন্য সাহায্য চাইলে সাহায্য করার ইচ্ছা প্রকাশ করা হয়, তখন ভাবলাম আসলেই আমি কবিতা মনে হয় ভালো বুঝি না। যেহেতু আমি ইমো মন্তব্য খুব একটা পছন্দ করি না আবার শুধু নামকাওয়াস্তে কিছু বিশেষণ দিয়ে মন্তব্য করতে পারি না, তাই সিদ্ধান্ত নিলাম এখন থেকে আর কোন কবিতায় কোন মন্তব্য করবো না। যখন কবিতা বুঝবো, তখন আবার চেষ্টা করবো কবিতায় মন্তব্য করতে। আপাতত বিরতি নিলাম। কবিদের জন্য অনেক অনেক শুভ কামনা রইলো।

১ Likes ৩২ Comments ০ Share ৭২৫ Views

Comments (32)

  • - রুদ্র আমিন

    আর কত দিন

    এ মন আজ বদ্ধ

    আমানত গুলো খেয়ালীপনায়

    কুড়ে খাচ্ছে বন্ধু।

     

    সেই যে বলে গেলে

    মাথায় হাতটি রেখে,

    আমি আসব ঘর বাধব

    এ বুকের মাঝে থাকবে চিরদিন।

     

    বন্ধু এ যৌবন তোমারি জন্য

    তোমারি অপেক্ষায়,

    তোমার আমার ভালবাসার প্রতিদান

    আমি রেখেছি, রাখব অটুট তোমার আমানত।

    • - জাকিয়া জেসমিন যূথী

      বাহ! আপনি তো বেশ কবিতা লিখে ফেলেন, যখন তখন যেখানে সেখানে এভাবে কবিতা বেরুলে কি যে ভালো লাগতো!!! 

    • Load more relies...
    - আহমেদ ইশতিয়াক

    সেইরকম রোমান্টিক ...
    এবং খুব সুন্দর ...

    • - জাকিয়া জেসমিন যূথী

      অশেষ ধন্যবাদ, আহমেদ ইশতিয়াক

      এই প্রথম পেলাম, বোধহয়

      আপনাকে আমার লেখায়। 

      শুভেচ্ছা নিরন্তর। 

    - গোলাম মোস্তফা

    আপনার লেখার হাত অনেক ভাল মনে হয়েছে 

    ভাল লিখেছেন ।শুভ কামনা আপনার জন্য 

     

     

    • - জাকিয়া জেসমিন যূথী

      পড়ার জন্য অশেষ ধন্যবাদ। পাঠক না পড়লে কোন লেখাই সমৃদ্ধ হয়না। 

    Load more comments...