Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

চারু মান্নান

৬ বছর আগে

কবিতার গায়ে রঙ চরাতে

কবিতার গায়ে রঙ চরাতে


কবি আজ ক্লান্ত, 
ভোতা বোধের বির্মষ যাতনায়
তাইতো আর কবিতা হয়ে উঠে না;


সীমান্তের কাঁটা তারে 
পথ ফুরায় শীর্ণ শ্রান্ত নগ্ন পদযুগল
মৃত্যু ভয়! পুঁজির দাবানলে সব পুড়ে ছাই!
পুঁজির কেতকী মহুয়া নেশা খুনের তান্ডবে মাতে
বর্বর বোমার বর্ষণে,
মায়া মমতা যতো আত্মহননের প্রত্যয় খুঁজে
লজ্জায় বিমর্ষ!
বোধের উঠানে কলঙ্কিত সদ্য খুন  মৃত মাছের মতো
ধুলোয় গড়াগড়ি খায়।


ধুঁয়া ভরা আকাশে,
ধবল ডানার চিল ডেকে ডেকে কেঁদে কেঁদে ফিরে
সভ্য বোধের হিসাব কসে কসে
অভিশাপে গাছের সবুজ পাতা লীন হয়ে
মরে যেতে বসেছে আজ।


২৬, ভাদ্র/১৪২৪/শরৎকাল।

০ Likes ০ Comments ০ Share ১৫৭ Views