Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পাশা নূর

৯ বছর আগে

কক্সবাজার ভ্রমণ

 

চট্টগ্রাম থেকে ১৫৯ কি.মি. দক্ষিণ পূর্বে বঙ্গোপসাগরের কোল ঘেঁষে কক্সবাজার জেলার অবস্থান। পাহাড়, সাগর, দ্বীপ, নদী ও সমতল ভূমির এক অনন্য মিলন মোহনা এ ককসবাজার। এ জেলায় রয়েছে বিশ্বের দীর্ঘতম বালুকাময় সমুদ্র সৈকত যার দৈর্ঘ্য ১২০ কি.মি এবং এটি একটি অন্যতম স্বাস্থ্যকর স্থান। কক্সবাজার জেলার উত্তরে চট্টগ্রাম জেলা, পূর্বে বান্দরবান জেলা ও বাংলাদেশ-মায়ানমার সীমানা বিভক্তকারী নাফ নদী এবং মায়ানমার, দক্ষিন-পশ্চিমে বঙ্গোপসাগর। এ জেলার আয়তন ২৪৯১.৮৬ বর্গ কি.মি.।

যোগাযোগ ব্যবস্থা

ঢাকা থেকে সড়ক, রেল ও বিমান সকল পথেই কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা রয়েছে। ঢাকা থেকে কক্সবাজারের দূরত্ব ৪৪০ কি.মি.। ঢাকার বিভিন্ন স্থান থেকে কক্সবাজার রুটের বাসগুলো ছেড়ে যায়। তবে সায়েদাবাদ বাস টার্মিনাল, কমলাপুর, মতিঝিল ও আরামবাগ থেকে অধিকাংশ বাস ছেড়ে যায়।

এই রুটে এসি ও নন-এসি উভয় ধরনের বাস রয়েছে। এই রুটে চলাচলকারী উল্লেখযোগ্য পরিবহনগুলোর মধ্যে রয়েছে – গ্রীন লাইন, হানিফ এন্টারপ্রাইজ, শ্যামলী এন্টারপ্রাইজ, সোহাগ পরিবহন, সৌদিয়া, এস.আলম. পরিবহন, মডার্ন লাইন, শাহ বাহাদুর, সেন্টমার্টিন প্রভৃতি। এছাড়া আরও কিছু পরিবহনের বাস এই রুটে চলাচল করে।

পরিবহনের নাম

ভাড়া

যোগাযোগ

গ্রীন লাইন

১,৪০০/- (ভলভো)

১,৮০০/- (স্ক্যানিয়া)

০২- ৭১৯২৩০

হানিফ এন্টারপ্রাইজ

৭০০/- (নন-এসি)

১,৭০০/- (এসি)

০১৭১৩-৪০২৬৭৩, ০১৭১৩-৪০২৬৮৪

শ্যামলী পরিবহন

৭০০/- (নন-এসি)

১,১৫০/- (এসি)

০২- ৯০০৩৩১, ৮০৩৪২৭৫

সোহাগ পরিবহন

১,৫২৫/ (এসি)

৭১০০৪২২ (আরামবাগ),৯১৩২৩৬০ (কমলাপুর),৮০৫৫৯০২ (কল্যাণপুর)

সৌদিয়া পরিবহন

৭০০/- (নন-এসি)

১,৬০০/- (এসি)

নন-এসি: ০১৯১৯-৬৫৪৮৫৬ (সায়েদাবাদ), ০১৯১৯-৬৫৪৮৬৩ (গাবতলী), ০১৯১৯-৬৫৪৮৫৯ (কমলাপুর)

এসি: ০১৯১৯-৬৫৪৯২৮ (কল্যাণপুর), ০১৯১৯-৬৫৪৯২৯ (সায়েদাবাদ)

এস.আলম পরিবহন

৭০০/- (নন-এসি)

০২-৮০৫৫৮৫১, ০১৮১৯৭২০৩৯৫ (গাবতলী),০২-৮৩১৫০৮৭, ০১৯১৭৭২০৩৯৫ (কমলাপুর)

রেলপথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে এখনো কোনো রেল যোগাযোগ গড়ে ওঠেনি। রেলে করে কক্সবাজার যেতে চাইলে আপনাকে প্রথমে ঢাকা থেকে চট্টগ্রাম যেতে হবে। চট্টগ্রামের চকরিয়া থেকে বিভিন্ন পরিবহনের অসংখ্য বাস রয়েছে সরাসরি কক্সবাজারে যাওয়ার। চকরিয়া থেকে কক্সবাজারের দূরত্ব ৫৭ কি.মি.।

ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনসমূহ

মহানগর প্রভাতী
তূর্ণা নিশীথা
মহানগর গোধুলী এক্সপ্রেস
সুবর্ণ এক্সপ্রেস

যোগাযোগ

কমলাপুর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৯৩৫৮৬৩৪,৮৩১৫৮৫৭, ৯৩৩১৮২২

মোবাইল নম্বর: ০১৭১১৬৯১৬১২

বিমানবন্দর রেলওয়ে ষ্টেশন

ফোন নম্বর: ৮৯২৪২৩৯

ওয়েবসাইট: www.railway.gov.bd

আকাশ পথে

ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের সাথে বিমান যোগাযোগ রয়েছে। ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইউনাইটেড এয়ারওয়েজের একটি ফ্লাইট প্রতিদিন ঢাকা-কক্সবাজার রুটে চলাচল করে।

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

ঢাকা থেকে কক্সবাজার

4H-0511

প্রতিদিন

১৩.০০

১৪.০০

ফ্লাইট

দিন

ছাড়ার সময়

পৌঁছানোর সময়

কক্সবাজার থেকে ঢাকা

4H-0512

প্রতিদিন

১৪.২০

১৫.২০

ভাড়া

গন্তব্য

ভাড়া শুরু

ওয়ানওয়ে

রিটার্ন

ঢাকা থেকে কক্সবাজার

০ Likes ০ Comments ০ Share ৮৩০ Views

Comments (0)

  • - রব্বানী চৌধুরী

    বাহ !

    জ্বালানি সংকট নিরসনে বিদ্যুত নিয়ে মূল্যবান ও তথ্য সমৃদ্ধ একটি পোষ্ট শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ, শুভেচ্ছা জানবেন ভালো থাকবেন।   

    • - মেঘলা মেয়ে

      আপনিও ভাল থাকবেন ভাই 

    - টোকাই

    ভালো লাগলো ।

    • - মেঘলা মেয়ে

      ধন্যবাদ