Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

একান্ত অনুভূতি .....১ (মা দিবস)

এক.
বাসায় দরজা নক করতেই তা-মীম বলতেছে শুভ মা দিবস মা,
তারপর আমার হাত ধরে রুমে এসে ড্রয়িং খাতায় আঁকা ছবির সাথে মা আমি তোমাকে ভালবাসি লেখাটা গিফট করে
আর ছোট চায়ের কাপে পানিতে ডুবিয়ে রাখা কতগুলো বাগান বিলাস ফুল উপহার দেয় .........

 

তা-সীন টিচারের কাছে পড়তেছিল। পড়া শেষ হলে সেও ড্রয়িং খাতায় দুইটা লাল জবা ফুল ও শুভ মা দিবস লেখাটি গিফট করে । ছোট ছোট ঘটনা গুলো জীবনে অনেক আনন্দ বয়ে আনে । এসবই তো সুখ । অনুভব করতে শুধু মন লাগে । অনেকের এমন মন নেই । এজন্যই আমি সব দিবসকেই সম্মান করি ।

মা দিবসের সেরা উপহার আমার জন্য........... আল্লাহ যেন তোমাদেরকে মানুষ করেন আমার সোনামনি বাবারা

দুই.

ফেসবুকে অনেকেই বলতে/লেখতে দেখেছি । মা রে ভালবাসতে দিবস লাগে নাকি । আরে এটা তো সবাই জানে । তবুও জীবনে কিছু কিছু দিন না হয় স্পেশালই থাকুক । প্রতিদিনই মাকে ভালবাসি ।

হাসি কান্না সুখ দু:খে জড়িয়ে থাকি আপনজনেরা । কিন্তু প্রতিদিনই কি আমাদের সাথে এমন আন্তরিকতা গড়ে উঠে পরিবারের সবার সাথে । সে দিন উপলক্ষে সবাই মাকে আরো গভীরভাবে অনুভব করেছে । হয়তো অনেকেই মাকে অবহেলা করে ।

মায়ের সাথে খারাপ আচরণ করে । এ থেকেও কিন্তু শিক্ষার আছে । যারা এমন করে তারা অবশ্যই মায়ের প্রতি বিশ্বের প্রতিটি সন্তানের ভালবাসা দেখে হয়তো সে মনে মনে অনুতপ্ত হয়েছে অথবা মাকে মনে করে চোখের পানিও ফেলছে অথবা সে ওয়াদাও হয়তো করে নিতে পারে যে জীবনে কোনদিন আর মায়ের সাথে খারাপ আচরণ করবে না ।

মাকে বাবাকে ভালবাসতে অবশ্যই দিবস লাগে না । তবুও জীবনের কর্মব্যস্ততার মাঝে অনেকেই তার মায়ের সাথে সময় কাটিয়েছেন মাকে উপহার দিয়েছেন । মায়ের সাথে ছবি তুলেছেন । এটাও বা কম কিসে । নাকি আমি ভুল বললাম ?

পৃথিবীর সব মা ভাল থাকুক সুন্দর থাকুক তার সন্তানদের নিয়ে । কোন সন্তান দ্বারা যে কোন মা বাবা দু:খ কষ্ট না পান । কারণ মা বাবা যদি উহ শব্দটিও উচ্চারণ করেন মা বাবার ব্যবহারে তথাপিও আল্লাহ মাফ করবেন না ।

তিন.
গান শুনতেছি আর ওদের ভাত খাওয়াচ্ছি। গানটা ছিল... সখি ভালবাসা কারে কয়...
সাথে সাথে জেরী কয় মা-ভালবাসা কারে কয় সেকি জানে না....
মা আমি তোমাকে ভালবাসি এটাইতো ভালবাসা। না জাইনা গান গায় মেয়েটা
চার.
জেরী দুষ্টামি করতেছে, আমি কই বেটা মাইর খাবি। তখন আমার হাত নিয়ে গালে একটা ছোঁয়া দেয় আর কয় মা, দেখ আমি মার খাই নাই, গাল খাইছে। শুন, মানুষরা কখনো মাইর খেতে পারে না
 

 

 

 

 

 

 

০ Likes ১৪ Comments ০ Share ৭৫৮ Views

Comments (14)

  • - মাইদুল আলম সিদ্দিকী

    সৃষ্টিকর্তার উদ্দ্যেশ্য জানিনা, তবে দরিদ্ররা আরও ভালো জীবনযাপনের সুযোগ পাউক।

    • - অন্তু সরকার

      ঈশ্বর চাইলেই হবে বা না চাইলে হবে না  । ওনার সব ভালো শুধু একটা শ্রেনীর বা মহলের জন্য খুব যত্ন করে রাখা ।