Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

এই লজ্জা কোথায় রাখি

 

 

 

মরতে পারি না তাই বেঁচে থাকি
সাদা কালো স্বপ্নের গায়ে,
প্রতিদিন লবণ ছিটিয়ে
দুঃস্বপ্নের প্রহর গুনি
নরকের এই নাগরিক সভ্যতায়।


জ্বালাও পোড়াও হরতাল নির্ভরশীল
এক আজব রাজনীতির দেশ,
কালো ধুঁয়া খেয়ে বেঁচে থাকা
আমরা ষোল কোটি হাজতি।

অপরাধ নাই তবুও গৃহবন্দী
চৌদ্দ শিকের হাজতে বন্দীময় জীবন।
তবুও ঘর থেকে বের হয়ে
প্রিয় আকাশীকে দেখতে পাই না,


গৃহবন্দী হাজত বাসে
দমবন্ধ হয়ে যাওয়া ফুসফুসে ক্যান্সার।
তবু মুক্ত বাতাসে বুক ভরে
নিঃশ্বাস নিতে পারি না।

কলুষিত রাজনীতির জুয়ার ময়দানে
লাগাতার হরতালে জন জীবন বিপন্ন,
দ্রব্য মুল্যের উর্ধ্বগতি,
শ্রমজীবী, কর্মজীবী, দিনমজুরের
ক্ষুধার পেটে লাথি মেরে
স্বঘোষিত রাজনীতির আত্ম স্বীকৃতি।
ষোল কোটি হাজতি জনগণই
রাষ্ট্র ক্ষমতার মূলশক্তি।


এই লজ্জা কোথায় রাখি?
মরতে পারি না তাই বেঁচে থাকি। 

 

 

০ Likes ১৮ Comments ০ Share ৪১১ Views

Comments (18)

  • - রোদেলা

    শিরোনাম পড়েই আঁতকে উঠেছিলাম,

    কিন্তু শেষটায় মনটা বিষাদে ভরে গেলো।

    • - অমিত বাগচী (অন্তহীন)

      বিষাদ যাদের জীবনের নিত্য সঙ্গী, তাদের নিয়েই লিখতে চেষ্টা করেছি আপু।
      ধন্যবাদ আপু।

    - রুদ্র আমিন

    শেষ দৃশ্যটি খুব খারাপ লাগল ভাই।

    • - অমিত বাগচী (অন্তহীন)

      আসলে, শেষ দৃশ্যটাকে লক্ষ্য করেই আমি পুরো কাহিনী সাজিয়েছিলাম।
      ধন্যবাদ ভাই। ভাল থাকবেন।

    - মাসুম বাদল

    বিবেককে নাড়া দেবার জন্য যথেষ্ট...

    স্যাল্যুট...

    • - অমিত বাগচী (অন্তহীন)

      সত্যি? খুব অনুপ্রানিত হলাম আপনার মন্তব্যে।
      ভাল থাকবেন দেশী ভাই :)

    • Load more relies...
    Load more comments...