Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"উপলব্ধি"

বন্ধ যেদিন হবে আঁখি- খুলবে না তো আর,

তবু কেন মন তুই করিস- মিছে অহংকার !

 

দিনে দিনে দুনিয়াতে বাড়ছে পাপের বোঝা,

হয়নি তবু আসল জীবন এই জীবনে খোঁজা,

খুঁজলি মিছেই জগত পানে বাঁচার অধিকার ।

 

সময় থাকতে ভুলে গিয়ে নিজের আপন কাজ,

ঘুরে ফিরে দেখেছি হায়- দুনিয়ার রঙ সাজ,

সময় শেষে- খুঁজছি সময়, তাই তো বারেবার !

 

অন্ধকারের মাঝে মিছেই আলোর রেখা খুঁজে,

এই জীবনে পাইনি তো হায়- পুণ্য কিছু বুঝে,

শেষ সময়ে শুনছি যে তাই- পাপের সমাচার !

 

জীবন শেষে তুই- উঠবি যেদিন মরণেরই পরে,

প্রশ্নবাণের জবাব মন তুই- দিবি কেমন করে ?

তাই, ক্ষমা চেয়ে দু’হাত বাড়া খোদারই দয়ার !

২ Likes ৮ Comments ০ Share ৪২৮ Views