Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

উত্থান পতন

উত্থান পতন মানুষের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। হয়তো আপনি এই মুহূর্তে পথের ফকির শূন্য পকেট নিয়ে দিশেহারা হয়ে রাস্তাতে ঘুরছেন একটা কাজের আশায় বা কিছু একটি করার জন্য যাহার দ্বারা নিষ্ঠুর পৃথিবীতে আরো কিছুদিন থেকে খেয়ে বেচে থাকা যায়। পরও মুহূর্তে আপনার জীবনে ব্যাপক পরিবর্তন আসতে পারে হয়ে যেতে পারেন অঢেল অর্থ বৈভবের মালিক।

যখন আপনার পকেট ভর্তি থোকা থোকা টাকার গোছা থাকবে ব্যাংকে পরে থাকবে অঢেল অলস টাকা আপনি চরবেন দামী দামী গাড়িতে লাঞ্চ বা ডিনার করবেন বড় বড় রেস্তোরাতে তখন আপনার বন্ধুর অভাব হবেনা না চাইতেও অনেকে এসে যেচে বন্ধুত্ব করবে আর কতো কি? আর যখন পকেট থাকবে ঘড়ের মাঠ তখন আশেপাশে কাউকে খুঁজে পাওয়া তো দুরের কথা নিজ আত্মীয়রা আপনাকে চিন্তেই চাইবেনা বন্ধুতো অনেক দূরের ব্যাপার।

আমার মতে সব সময় যাচাই বাচাই করে বন্ধুত্ব করা উচিত। আমার কথাগুলো অতি পরিচিতো এবং অতি সাধারণ কথাবার্তা এগুলো আপনারা হরহামেশা শুনে এসেছেন,তারপরও বলার কারন ভালো কথা একবার না বলে বারবার বলাই ভালো। তাইলে আপনি একবার না হোক ভুল করলেন পরেরবার তো সচেতন হতে পারেন। আর যারা ভুল করে ফেলেছেন ভুলে শুধরে আপনি আপনার পথে ফিরে আসুন।

মনে রাখবেন , সময় সবার সবসময় একরকম যায়না,সময় একদিন ঠিক ফিরে আসবে।

আর একজন বন্ধু আপনার জীবনে যেমন ক্ষতির কারন হতে পারে আবার একজন বন্ধুর কারনে আপনি অনেক দূর এগিয়ে যেতে পারেন।

০ Likes ৩ Comments ০ Share ৩৬৪ Views

Comments (3)

  • - সুখেন্দু বিশ্বাস

    রাজবাড়ীর মোড়ের সুন্দর বর্ণনা দিয়ে গল্প শুরু। উৎসাহ জাগছে বাকী টুকু পড়ার। দেখা যাক মজনু ও মেয়েটির কথোপকথন কোন দিকে মোড় নেয়।

     শুভেচ্ছা রইলো পাশা ভাই । 

     

    • - লুৎফুর রহমান পাশা

      শুভ কামনা রইলো

    - মাহাফুজুর রহমান কনক

    গল্পটার সাথে কোথায় নিয়ে যাবার ফন্দি করতেছেন? যেখানে পদ্মার জল বওয়ার শব্দ গিলা খায় শেষ রাত্তিরে ১৩তম অশুরের দাপানিতে একরত্তি মাইয়ার কষ্টের গোঁঙানি। আহা কারগো মাইয়া, কোন দেশত তার ঘর, কে আছিল আপন তাহার কে আছিল পর।

    অসাধারন শুরু করেছেন, পিছু পিছু আছি।

    • - লুৎফুর রহমান পাশা

      গল্পটা মনে হয় আর লিখন যাইবোনা। আপনে মনে হয় ধইরা ফালাইছেন শেষ কি হইতে পারে।

      আপনের শেষ লাইন গুলো গল্পের পথেই আছে। শুভেচ্ছা জানবেন গল্পকার।

    • Load more relies...
    - জাকিয়া জেসমিন যূথী

    আবার কখন দিবেন? একবারে শুরু করবো। 

    • - লুৎফুর রহমান পাশা

      মারিছে। দা কোদাল বসবেন নাকি কাটা ছেড়া শুরু করতে।

      এইটা প্রথম পাতা থেকে যাওয়ার পরই পরেরটা দিবো।

    • Load more relies...
    Load more comments...