Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Md. Nuruzzaman Bappi

৯ বছর আগে

ইবোলা ভাইরাসের প্রতিষেধক.....

ইবোলা বিরুদ্ধে লড়াইয়ে বড়সড় সাফল্য চিকিৎসা বিজ্ঞানীদের। আবিষ্কৃত হল এই মরণ ভাইরাসের প্রতিষেধক। ইবোলার ভ্যাকসিন তৈরি করে  কানাডার গবেষকরা। কয়েকটি জটিল পরীক্ষা-নিরীক্ষার পরেই এটি বাজারে ছাড়া হবে।

জানা গেছে, দীর্ঘ গবেষণার পরে এবোলার ভ্যাকসিন (ভিএসভি-ইবিওভি) তৈরি করেছেন কানাডার ন্যাশনাল মাইক্রোবায়োলজি ল্যাবরেটরি’র গবেষকরা। প্রাথমিকভাবে পশুর দেহে পরীক্ষা করা হয়েছে, যা সফল। চূড়ান্ত পর্যায়ে পরীক্ষার জন্য ভ্যাকসিনটি সুইৎজারল্যান্ড পাঠাচ্ছে কানাডা সরকার।



বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশিকা অনুসারে এই পর্যায়ে ভিএসভি-ইবিওভি ভ্যাকসিনগুলিকে মানব দেহে পরীক্ষা চালানো হবে। আর পরীক্ষা সফল হলে তা চিকিৎসা বিজ্ঞানের জগতে নতুন দিগন্ত খুলে যাবে। সূত্র:এইচইউজি

০ Likes ০ Comments ০ Share ৭২৪ Views