Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

নাহিদ ইসলাম

৯ বছর আগে

ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য সতর্কবাণী

‘কিছুদিনের  জন্য অন্তত ইন্টারনেট এক্সপ্লোরার ব্যবহার বন্ধ রাখুন’ এমন সতর্কবাণী যে কোনও ইন্টারনেট ব্যবহারকারীকে দিচ্ছে কম্পিউটার ওয়ার্ল্ড ম্যাগাজিন৷

কারণ মাইক্রোসফট ইন্টারনেট এক্সপ্লোরারের বিভিন্ন ভার্সানেই বড় ধরনের ‘দুর্বলতা’ দেখা গিয়েছে৷ ফলে হ্যাকার হানা হতে পারে ইন্টারনেট ব্যবহারকারীর কম্পিউটারে৷ এই ম্যাগাজিন জানাচ্ছে, মার্কিন সরকারের সাইবার সিকিউরিটি এজেন্সির উচ্চমহলের পরামর্শ, যতক্ষণ না মাইক্রোসফট এই সমস্যা কাটাচ্ছে ততদিন ব্যবহারকারীরা যেন ইন্টারনেট এক্সপ্লোরারের বদলে অন্য ব্রাউজার ব্যবহার করেন৷

উইন্ডোজ এক্সপি অপারেটিং সিস্টেম ব্যবহারকারীদের স্থায়ীভাবে ব্রাউজারের পরিবর্তনের পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা৷ অন্যদিকে, উইন্ডোজ ৭ এবং ৮  ব্যবহারকারীদের বলা হচ্ছে যতদিন না মাইক্রোসফট এই সমস্যা মেটাচ্ছে ততদিন অন্য ব্রাউজার ব্যবহার করতে।

আজএইপর্যন্তই।

পোষ্টটিআগে এখানেপ্রকাশিত।

আর সময় হলে আমার এই ব্লগ থেকেএকটু ঘুরে আসবেন

>>>>>>>>>>>>>>>>>>>>>ধন্যবাদসবাইকে<<<<<<<<<<<<<<<<<<<<<<

০ Likes ২ Comments ০ Share ৩৯৩ Views

Comments (2)

  • - কেতন শেখ

    সুন্দর লাগলো কবিতা। কবিকে অভিনন্দন।

    • - হাসান ইকবাল

      ধন্যবাদ আপনাকে।

    - আলমগীর সরকার লিটন

       

    • - হাসান ইকবাল

      সৌভাগ্য! একটা কবিতার জন্য 'লাল গোলাপ'! সাথে ভালোবাসাও। 

      অনেক অনেক ধন্যবাদ আলমগীর ভাই।

       

    - মোকসেদুল ইসলাম

    তোমার শুভ্র দিনলিপিতে তখন লিখে রেখো আমার কাহিনিকাব্য
    শব্দের নিখুঁত বুননে ।

     

    • - হাসান ইকবাল

      তোমার শুভ্র দিনলিপিতে লিখে রেখো আমার কাহিনিকাব্য

      শব্দের নিখুঁত বুননে ।

    Load more comments...