Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আহা এমন যদি হতো আমাদের ঢাকা শহর।

আপনাদের হয়তো মনে আছে গত ক্রিকেট বিশ্বকাপের সময় আমাদের প্রাণপ্রিয় ঢাকার পারিপার্শ্বিক উন্নয়নের অবস্থা।

যারা অনেকদিন বাংলাদেশের বাহিরে থেকে ঢাকায় এসেছিলেন তারা ঢাকা শহরের এই অদ্ভুত সুন্দর রুপ দেখে বিমোহিত হয়ে গিয়েছিলেন আমরা ঢাকাবাসীরাও আমাদের এই রাজধানীর নতুন রুপে চমকিয়ে গিয়েছি আসলে কি এটা আমাদের ঢাকা ছিল। এতো সুন্দর আমাদের এই নগরী শুধু একটু আমাদের সচেতনতার দরকার।

আমার এক বন্ধু দীর্ঘ ৬ বছর প্রবাস জীবন শেষ করে যখন ঢাকার মাটিতে পা রাখলেন এবং বাসার উদ্দেশে রওনা দিলেন আমিও ছিলাম তার সাথে। বন্ধুবরের একটাই কথা দোস্তো আমি কি ভুল জায়গাতে এসে পড়েছি? আমি বললাম কেন বন্ধু। তুমি যা দেখছো তা আর অন্য কোন দেশ নয় আমাদের প্রানপ্রিয় ঢাকা শহর। আমি লক্ষ্য করেছিলাম আমার বন্ধুবরের চোখের কোনে এক চিলতে পানি।

সুন্দর নির্মল পরিস্কার এক ঢাকা। আমাদের ঢাকা। স্বাধীন বাংলাদেশের রাজধানী। অনেক ইতিহাসের সাক্ষী।

বিশ্বকাপ শেষ হয়ে গেলো ঢাকা আবার সেই সমহিমায় ফিরে গেলো। আগের সেই ভালোলাগার কোন ছিটেফোঁটা কিছু পাওয়া গেলনা। দোষ অন্য কাউকে দিয়ে লাভ নেই দোষ আমাদের আমরাই পারিনি আমাদের এই সৌন্দর্য রক্ষা করতে।

আমরা যারা যে কোন দল বা যে কোন সরকারকে দোষ দেই তার চেয়ে বেশী দোষ আমাদের সাধারণ জনগণের। আমরা আমাদের সম্পদ নিজ হাতে নষ্ট করে ফেলি।

এবার টি ২০ বিশ্বকাপ উপলক্ষে দেখলাম ঢাকা আবার নতুন বধুর রুপে সাজছে। আবার পরিবর্তনের হাওয়া লেগেছে আমাদের প্রান প্রিয় ঢাকা শহরের। আবার আমি মুগ্ধ এই রুপে। কিন্তু বিশ্বকাপ শেষ হওয়ার পর কি হবে। আমরা কি আবার সেই পূরানো মহিমায় ফিরে যাবো?

মাননীয় মন্ত্রী বা যারা এই টি ২০ বিশ্বকাপ প্রোজেক্ট এর সাথে যারা যুক্ত আছেন তাদের কাছে একটাই অনুরোধ খেলা শেষে যেন আমাদের এই ঢাকার সৌন্দর্য যেন আবার সেই পূর্বের সহ মহিমায় ফিরে না যায়। কিছু উদ্যোগ গ্রহন করলে ঢাকা তার সৌন্দর্য ধরে রাখতে পারবে।

প্রথমত আমাদের ঢাকা শহরে অধিকাংশ নিম্ন আয়ের মানুষের রাস্তায় দোকান। এই খেলা উপলক্ষে তাদের কিছুদিন দোকান বন্ধ থাকবে এবং
তার আর্থিক সমস্যার গ্যড়াকলে পরবেন। খেলা শেষ হওয়ার পর তাদের জন্য বিকল্প কোন কাজের ব্যাবস্থা করা দরকার যেন সরকারী রাস্তা দখল না করে আবার তাদের সেই দোকান দেওয়া লাগে।

খেলা উপলক্ষে যা কিছু বানানো হয়েছে খেলা শেষ হওয়ার পরও যেন সব কিছু আগের মতো সরকারী বা যারা প্রোজেক্টের দায়িত্তে ছিলেন বা সরকারী নজরদারিতে থাকে।

শুধু সরকারকে এগিয়ে আসলে হবে না এক্ষেত্রে আমাদের সাধারণ মানুষ কেও অনেক সচেতন হতে হবে।

ভাই আমি অতি এক সাধারণ মানুষ আমি চাই আমার বাংলাদেশের ভাইয়েরা থাকুক সুখ শান্তিতে।

আরো আশা রাখি আমাদের ঢাকা হবে অন্যান্য দেশের রোল মডেল।

ভালো থাকুন ঢাকাবাসী ও বাংলাদেশী ভাইয়েরা।

১ Likes ৭ Comments ০ Share ৩৮৯ Views

Comments (7)

  • - মোঃসরোয়ার জাহান

    পেলাম না ভালবাসা বৃথা আজ সকল কর্ম;
    এ ধরায় হয়ত থাকব না যেতে হবে দূর অজানায়, কি সম্বল আছে?
    এসব কথা মনে হলে মনে হয় চলে যাই
    গভীর কোন সবুজের বুকে যেখানে মানুষ নামক হিংস্র কোন প্রাণী নেই,
    নেই কোন হাহাকার……….darun

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ সরোয়ার ভাই।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    ভাল লাগল। ধন্যবাদ

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ ভাইজান। কেমন আছেন?

    - আলমগীর সরকার লিটন

    প্রেমের রোমান্টিক কবিতা

    অসাধারণ----

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ দাদা।

    Load more comments...