Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আমি মুসলিম, সন্ত্রাসী নই!

"আমি একজন অমুসলিম, তাই আমার বাঁচার অধিকার নাই।
আমি একজন ধর্ম নিরপেক্ষ লোক, তাই আমার বাঁচার অধিকার নাই।
আমি একজন নাস্তিক, তাই আমার বাঁচার অধিকার নাই।"

বর্তমানে কিছু সংখ্যক তথা-কথিত মুসলিমদের থিউরিটা এমনি।

 কিছু অন্ধ-মূর্খ মুসলিমদের কারনে আজ পুরো মুসলিম জাতি লজ্জার সম্মুখীন ।

বাংলাদেশ একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র হিসেবে স্বীকৃত, তবে আসলেই কি তাই? এদেশে কি সকল হিন্দু-খ্রিস্টান-বৌদ্ধ নিরাপদ? আপনার কাছে মনে হলেও প্রকৃত পক্ষে না।

জিহাদের নামে পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন জঙ্গি সংগঠন যে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে তাকি ইসলামের আইন? নিশ্চয়ই না। তাহলে কেন এই হত্যাযজ্ঞ?

আচ্ছা, ইসলাম ধর্ম মতে আমাদের সকলের আদি পিতা হচ্ছে হজরত আদম (আঃ) এবং আদি মাতা হচ্ছে বিবি হাওয়া (আঃ)। আমরা সকলেই যদি তাহার বংশোদ্ভূত হয়ে থাকি, তাহলে কি সকল ধর্মের সকল লোক আমাদের আপন জন হয় না?

যদি ইসলাম ধর্ম প্রধান রাষ্ট্রে অন্য ধর্মের লোকেদের জীবনের কোন নিরাপত্তাই না থাকে, তাহলে অন্য ধর্ম প্রধান রাষ্ট্রে মুসলিমদের কি কোন নিরাপত্তা থাকবে?

আজ তথা-কথিত সেই সব মুসলমানদের জন্যে যখন অন্য ধর্মের কোন ভাই আমাদের সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য বলে ডাকে, তখন কি লজ্জায় আমাদের মাথা নিচু হয় না?

আমরা মুসলমান, সন্ত্রাসী নই, এই কথাটা প্রমান করতে তখন হাজারো যুক্তি উপস্থাপন করতে হয়, কিন্তু কেন?
লিখনিটির মাধ্যমে দুটি জিনিসই বোঝাতে চেয়েছি , এক, ধর্মের নামে অন্ধ গোঁড়ামি। দুই, কিছু লোকের জন্যে পুরো জাতি দোষী নয় ।

এই লেখাটি যদি আইএস কর্মীরা দেখে তখন হয়ত জাপানি সাংবাদিকের মত আমাকেও অপহরণ করবে, তবে যাই হোক, সত্যের জয় অনিবার্য ।    
২ Likes ০ Comments ০ Share ৪৮৮ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    তাই জানি হয়

    শুভ কামনা

    - টি.আই.সরকার (তৌহিদ)

    সেই প্রত্যাশা আপনার মতো আমারও ! আপনার প্রতিও শুভ কামনা ।