Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

পলাশ মিঞা

১০ বছর আগে

আমি ব্লগার

নক্ষত্র ব্লগে আমি ব্লগিং করার জন্য এসেছি। নীল ভাই এবং পাশা ভাই আমাকে সাহায্য করেছেন, রেজ করার পর একটিভ করার সময়।

নক্ষত্র ব্লগে আমি পোস্ট দেওয়ার পর ইথারে তুফান উঠেছে। নীল ভাই এবং পাশা ভাইর ব্লগে আমি। সব্বনাশ!

একটা কথা আছে না, কানায় কান খুঁজে পায় না আর কুঁজায় কুঁজি খুঁজে না পেয়ে কুঁজড়া হয়। এই আহাল হয়েছে। 

নীল ভাইর লগে আমার সেই ছাওয়াল কালের পরিচয়। ইয়ে মানে, আমি ব্লগিং জীবনের কথা বলছি।

আমি ব্লগার। দলাদলি করি না। এ খবর সবার জানার কথা। আমি ব্লগিং প্রায় ছেড়েই দিয়েছিলাম কয়েক জনের কারণে। আমি তো গবেট বনে গেছিলাম তাদের হাঁই হুঁই দেখে।

তো যাক, ব্লগিং করে আমি কী হয়েছি বা করেছি তার প্রমাণ আমি গতকাল পোস্টে দিয়েছি।

গানটা আমি নিজে গেয়েছি, রেকড করেছি, কম্পুজিং করেছি। আমার বানান হাজারে বিজারে ভুল হয়। ব্লগিং করে আমার বানান শুদ্ধ হচ্ছে।

ব্লগে আমি তাই করি যা আমি বাস্তবে করতে পারি না। লেখার কাজ আমি ব্লগেই করি। নতুন সংলাপ বানাই।

"একটা কথা আছে না, কানায় কান খুঁজে পায় না আর কুঁজায় কুঁজি খুঁজে না পেয়ে কুঁজড়া হয়। এই আহাল হয়েছে।" 

যাদের মনে কুচিন্তা আছে দয়া করা মনকে পবিত্র করুন সবাই লাভবান হব। সফলতা আমাদের জেবেই আছে।

শুভ কামনা।

দোয়া কাম্য।

 

১ Likes ১৬ Comments ০ Share ৪৯৬ Views

Comments (16)

  • - সনাতন পাঠক

    যখন বিষণ্ণতায় কাঁদবে

    তোমার হৃদয় খানি

    ভোরের আলো হয়ে

    আলোকিত করব তোমায়

    শুধু তোমার চোখের

    একটু ইশারায় ।। 

     

    সুন্দর কবিতা। শুভেচ্ছা রইল।

    • - অ্যাব্স সোহেল

      ধন্যবাদ, :)

    - লুব্ধক রয়

    লেখাটি ভাল লেগেছে। ধন্যবাদ

    • - অ্যাব্স সোহেল

    - লুৎফুর রহমান পাশা

    যখন বিষণ্ণতায় কাঁদবে

    তোমার হৃদয় খানি

    ভোরের আলো হয়ে

    আলোকিত করব তোমায়

    শুধু তোমার চোখের

    এই অংশ টুকু বেশী ভালো লেগেছে

    • - অ্যাব্স সোহেল

      :) দোয়া করবেন।

    Load more comments...