Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

৯ বছর আগে

আমরা হার মানবো না___________

_____মূলঃ মাইকেল হাট (গান)
_____অনুবাদঃ ফাতিন আরফি (কবিতা) 

গভীর রাতে চোখ ধাঁধানো আলো আজ
প্রজ্বলিত করলো গাজার আকাশ, 
আত্মরক্ষার জন্য ছুটছে মানুষ;
বেঁচে আছে নাকি মরে গেছে—
তা না জেনেই... 

ওরা এসেছিল ট্যাংক ও বিমান নিয়ে 
ধ্বংসাত্মক লেলিহান অগ্নিশিখা নিয়ে
এবং বিধ্বস্ত হলো সবই—
কেবলমাত্র একটি কন্ঠ ছাড়া;
ধোয়াচ্ছন্ন অনিশ্চয়তার মাঝেও উচ্চারিত—
“আমরা হার মানবো না—
যুদ্ধ ছাড়া আজ রাতে হার মানবো না,
তোমরা আমাদের মসজিদ, ঘরবাড়ি, স্কুল
জ্বালিয়ে দিতে পার কিন্ত আমাদের
প্রেরণার কখনও মৃত্যু ঘটবে না—

আজ রাতে গাজায় আমরা হার মানবো না!”

নারী ও শিশুরা খুন হয়েছে— 
রাতের পর রাত সমান্তরালে হত্যাযজ্ঞ চলেছে 
অথচ দূর থেকে তথাকথিত বিশ্ব নেতারা 
বিতর্কে মেতেছে— কে সঠিক কে ভুল! 
কিন্তু ব্যর্থ হল সব শক্তিহীন বাণী
আর এসিড বৃষ্টির মত পড়ল অজস্র বোমা... 

কিন্তু এতো কান্না, এতো রক্ত, এতো যন্ত্রণার পরও
ধোঁয়াচ্ছন্ন অনিশ্চয়তার ভেতরে সর্বত্র শুনি সেই কন্ঠ...

“আমরা হার মানবো না—
যুদ্ধ ছাড়া আজ রাতে হার মানবো না
তোমরা আমাদের মসজিদ, ঘরবাড়ি, স্কুল
জ্বালিয়ে দিতে পার কিন্ত আমাদের
প্রেরণার কখনও মৃত্যু ঘটবে না—

আজ রাতে গাজায় আমরা হার মানবো না!”

অফিসিয়াল গানটির লিঙ্ক- 
https://www.youtube.com/watch?v=dlfhoU66s4Y&feature=player_embedded&oref=https%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DdlfhoU66s4Y%26feature%3Dplayer_embedded&has_verified=1

পিয়ানো সাউন্ড- 
https://www.youtube.com/watch?v=X5jr_9Q6h3M
  Unlik
২ Likes ১৪ Comments ০ Share ৫৩৭ Views

Comments (14)

  • - এই মেঘ এই রোদ্দুর

    সুন্দর