Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবার যুদ্ধে যাব

প্রিয় বন্ধু  ঘাস ফুলের আজ জন্মদিন 

 

..................................................................

 

পাহাড় সম ধ্বংস স্তুপের নিচে
চাপা পড়ে গুমড়ে কাঁদে
আমার শত বছরের
শত স্বপ্নের ইতিহাস ।

সারি সারি অট্রলিকার ভিড়ে
প্রতিদিন চুরি হয়ে যাওয়া
আমার দক্ষিন জানালার
সকালের প্রথম আলো ।

আমার ভোরের বিশুদ্ধ বাতাস
শুদ্ধ হয় পুরানো সেই
টিয়ার গ্যাস আর গ্রেনেডের
অদৃশ্য বিষাক্ত গন্ধে ।

ক্ষমতার হাত বদলে
বার বার বদলে যায়
আমার বাড়ীর মূল ফটকের
প্রাচীন ভিওি প্রস্তর।

পুরানো শকুন বাসা বাধে
আমার ঘরের অঙ্গিনায়
বয়সের ভারে নুয়ে পরা
বকুল গাছের ডালে ।

ঘুমাতে পারিনা সারা রাত
আমার সন্তানেরা সাহাবাগে
অতন্দ্র প্রহরীর মত
বিনিদ্র মৃত্যঞ্জয়ী হয়ে
ভয়াল কাল রাত কাটায় ।

ধর্মশালায় ক্ষোভের আগুন
বুকের মাঝে তুষের আগুন
মনের মাঝে দাউ দাউ করে জ্বলে
সিদুর জ্বলের বন্যায় ।

লাশের মিছিল আর কতটা
লন্বা হলে আমি ঘর থেকে
বাহির হয়ে আবার যুদ্ধে যাবো ?

 

 

 

০ Likes ২৪ Comments ০ Share ৪৪১ Views

Comments (24)

  • - নীল সাধু

    আমি নাহয় বালিয়াড়ির বালি ই রব
    স্পর্শ করব তোমার পায়,
    আমি না হয় একটি ধূসর আকাশ হব
    আকুল দু চোখ সপ্নে বিভোর তোমায় নিয়ে।
    কৃষ্ণচূড়ার আগুন দিয়ে
    শীত পোহাব হিমেল রাত এ ।

    বেশ লিখেছো ইকু! নাইস

    • - ইকবাল মাহমুদ ইকু

      ধন্যবাদ দাদা ... 

    - মাসুম বাদল

    চমতকার...

    • - ইকবাল মাহমুদ ইকু

      ধন্যবাদ :) 

    - গোলাম মোস্তফা

    salam janben kobi .

    darun valo laga roylo kobitay 

    • - ইকবাল মাহমুদ ইকু

      আপনাকে ও সালাম ... ধন্যবাদ 

    Load more comments...