Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আবার ইন্ডিয়ায়....

অনেক অনেক বছর পরে যাচ্ছি ইন্ডয়ায়। সর্বশেষ গিয়েছিলাম ২০০৯ সালের নভেম্বরে। সেবার গিয়েছিলাম
ঢাকা > কলকাতা > জয়পুর > আজমির > জয়পুর > আগ্রা > দিল্লী > কলকাতা > ঢাকা।

আর এবারের (ফ্যামেলী গ্রুপের) প্লান
ঢাকা > কলকাতা > দিল্লী >  আজমির > কলকাতা > ঢাকা।


আমার প্লান ঢাকা > কলকাতা > দিল্লী >  আজমির > কলকাতা > দার্জিলিং > কলকাতা > ঢাকা।


ইচ্ছে ছিল দিল্লী থেকে সীমলা, কুল্লু, মানালী যাব, কিন্তু সঙ্গীর অভাবে বাদ দিয়ে দার্জিলিং করলাম।
আগামীকাল রাত ১১টায় রওনা হচ্ছি।

০ Likes ০ Comments ০ Share ৫৫৩ Views

Comments (0)

  • - সকাল রয়

    যারা লেখালেখিতে যুক্ত আছেন, তাদের প্রায় প্রত্যেকেরই মনের ভেতর এক সুপ্ত আশা আছে। তা হল – নিজের লেখাগুলো আসবে এক মলাটের ভাজে, ছাপার অক্ষরে সেই বইয়ের ওপরে ভাসবে নিজের নাম। এমনি করেই এক একজন লেখকের বই আসে, বইমেলা আসে। হাসি-আনন্দে ভাসে, চোখের জলে হাসে। আগামী বছরের ফেব্রুয়ারীর জন্য অপেক্ষা, আবার আসবে বইমেলা। নতুন নতুন লেখক আসবে, আসবে নতুন বই। আমি অনেকদিনআছি কিন্তু ছাপার অক্ষরে দেখার সাদ এখন মরে গেছে। ধন্যবাদ সুন্দর পোষ্ট

    • - প্রীতি রাহা

      ধন্যবাদ.........

               এখন নাহয় শখ নেই, আগে তো ছিল। তাইনা?

      শখের সাথে ছাই চাপা আগুনের তুলনা, কেমন হয়? শখও তো মনে হয় এমন।

                মানুষের শখের মরণ নেই...

    - মোঃসরোয়ার জাহান

    valo laglo

    • - প্রীতি রাহা

      ধন্যবাদ আপনাকে।

    - আখতারুজ্জামান সোহাগ

    নিঃসন্দেহে এটা একটা তথ্যসমৃদ্ধ এবং ভিন্নধর্মী পোস্ট। ধন্যবাদ প্রীতি রাহা, আপনাকে, সাবলীল ভাষায় পুরো বইমেলার পজিটিভ দিক, একই সাথে লিমিটেশনগুলোকে একটা মাত্র পোস্টে অসীম দক্ষতায় মেলে ধরার জন্য। 

    • - প্রীতি রাহা

      ধন্যবাদ আপনাকেও। :)

    Load more comments...