Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আত্মা এবং সময়

- আপনি আমার সাথে বেড়াতে যাবেন ?

- হ্যাঁ যাবো।

- আপনার জানতে ইচ্ছে করলো না কোথায় যাব ?

- না।

- এত বিশ্বাস আপনি কোথায় পান ?

- অবিশ্বাসের ঘর থেকে।

- বেশ মজার ব্যাপার তো !

- মোটেও মজার নয়। এটা এক ধরনের খেলা।

- ও আচ্ছা,সে খেলাটা কি রকম ?

- মানুষের মন নিয়ে খেলা।

- সেটা তো প্রেমের খেলা।

- প্রেম বটে তবে........

- আমি যদি বেড়াতে গিয়ে আপনার সাথে........

- সে আপনি করবেন না জানি।

- কি করে বুঝতে পারলেন ?

- তা বলতে পারবো না। সংজ্ঞা দিয়ে সব বোঝানো যায় না।

- আপনি আমকে ভালোবাসেন ?

- না।

- আপনি আমাকে বন্ধু ভাবেন ?

- না।

- আপনি আমাকে শত্রু ভাবেন ?

- না।

- তাহলে আমাকে কি ভাবেন ?

- কেউ না।

- কিন্তু আমি তো প্রাণময় একজন।

- সে তো আমিও।

- আমাদের সম্পর্কটা কিসের ?

- একটা সময়ের।

- সময়টা কি এখানেই থেমে যাবে ?

- আমাদেরটা থেমে যাবে।

- আমরা কি এগিয়ে নিয়ে যেতে পারি না ?

- আমি চাইলেও আমার মন চায় না।

- এতো ¯^we‡ivaxZv|

- প্রত্যেকটা জিনিসই তাই।

- সে কেমন ?

- মানুষ যেমন।

- মানুষ তো মানুষের জন্য।

- সবার জন্য নয়।

- তার প্রয়োজন নেই !

- কিন্তু আমাদের প্রয়োজন আছে।

- প্রয়োজনটা বিশ্বায়নের আমদের নয়।

০ Likes ০ Comments ০ Share ৩১৭ Views

Comments (0)

  • - আলমগীর সরকার লিটন

    জ্বি আহসান কবির স্যার তাহলে আমরা যাবো কথায় কি করবো -

    শুধু ভাবনায় ‍ভূমিকম্পন মরবো----