Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

আজই সচেতন হোন

গত ৩১ তারিখ জীবনের প্রথম হাইজ্যাকিং এর স্বীকার হলাম। বাইরে বের হব, সেমিনারে যোগ দিব। ল্যাপটপটা নিতে ইচ্ছে করল বাট নিয়ে গিয়ে কিছু করার নাই বলে নিলাম না। তবু কিছুক্ষণ থাকতে হতে পারে বসে এই ভেবে বই খাতা নিলাম। যাওয়ার ঠিক আগে বৌ বলল, ক্যামেরা নিয়া যাও ছবি তুইল। আমি কি মনে করে এটা ব্যাগে নিয়ে নিলাম। ধানমন্ডি ২৭ এর পরেই যেভাবে মোটর সাইকেল আলা (দুইজন ছিল) যেভাবে টান মেরে ব্যাগটা আমার কাছে থেকে নিয়ে গেল এক কথায় অবিশ্বাস্য। প্রতিদিন ব্যাগটা আমি ঘাড়ের সাথে ঝুলাতাম, রিক্সায় বসে থাকলেও। কিন্তু আজ ছিল না। আমি নিশ্চিত ঘাড়ের সাথে যদি ঝুলিয়ে রাখতাম সে আমাকে রিক্সা থেকে উল্টিয়ে রাস্তায় ফেলে ব্যাগটা নিয়ে যেত। এ কোন দেশে বাস করছি আমরা? আমার ক্যামেরার জন্য বেশি খারাপ লাগেনি যতটা না লেগেছে বই খাতাটার জন্যে। রাত জেগে জেগে নোট করাটা পুরোটাই বিফলে গেল। বই না হয় আরেকটা কিনে ফেলব কিন্তু খাতাটা আর কোনদিন পাব না। যারা রিক্সায় ঘোরাঘুরি করেন তারা এখনই সাবধান হোন। রিক্সার আশে পাশে কোন মটর বাইক আলা দেখলেই মনে মনে সাবধান হোন। ব্যাগটাকে শক্ত করে ধরুন এবং শক্ত একটা লাথি মারার জন্যে প্রস্তুত হোন। এমন একটা লাথি দিতে হবে যেন মোটর সাইকেল উল্টিয়ে পড়ে।

০ Likes ১ Comments ০ Share ৩৪৯ Views