Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

ফাতিন আরফি

৯ বছর আগে

আগামীকালই মুক্ত হবে প্যালেস্টাইন

_____মূলঃ মায়ের জেইন(গান)
_____অনুবাদঃ ফাতিন আরফি(কবিতা)

প্রতিটি দিন একে—অন্যকে আমরা বলি, আজই শেষ দিন; আগামীকালই আমরা অবাধে ফিরবো বাড়ি—শেষত বন্ধ হবে এইসব— আগামীকালই মুক্ত হবে প্যালেস্টাইন!

আমার কোন বাবা-মা নেই যে চোখের জল মুছে দেবে – এজন্য আমি কাঁদবো না! আমি ভয়ার্ত হই কিন্তু আমি ভয় প্রকাশ করবো না— আমার শিরকে উঁচু রাখবো— আমার হৃদয়ের গভীরে কোন সন্দেহ নেই— আগামীকালই মুক্ত হবেই প্যালেস্টাইন!

আকাশে সেই রকেট ও বোমাগুলো জ্বলজ্বল করতে দেখেছিলাম আমি; যেমন করে সূর্যের আলোতে জ্বলজ্বল করে বৃষ্টির ফোটা— যা কেঁড়ে নিয়েছে আমার প্রিয়তম মানুষগুলোকে—ধ্বংস করেছে আমার স্বপ্নগুলো চোখের নিমেষে! কি হলো আমাদের মানবাধিকারের? কি হলো আমাদের জীবনের শুদ্ধতার? এবং সেইসব মিথ্যাচারের?

আমি জানি— আমি কেবলমাত্র একটা শিশু, কিন্তু তোমার বিবেক কি এখনও জীবিত আছে?
হ্যাঁ, আমার প্রতিবাদ— আমি ভালবাসবো আমার নিরস্র হাত দিয়ে— প্রতিটি মূল্যবান বালুকণা—প্রতিটি পাথর এবং প্রতিটি বৃক্ষ কে! কেননা তাদের হিংস্রতায় আমি চিন্তিত নই— তারা কখনই তোমাকে আঘাত করতে পারবে না, কারণ তোমার আত্মা সর্বদা মুক্ত থাকবেই— আগামীকালই মুক্ত হবে প্যালেস্টাইন!

গানটির ভিডিও লিঙ্ক- http://www.maher-zain.com/thank-you-allah/palestine-will-be-free/
১ Likes ২ Comments ০ Share ৪৮২ Views