Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

salman atif

৯ বছর আগে

আক্ষেপ

খুব সহজেই আমরা একজনকে নামের উপাধি দিয়ে বসি...।।।
ধীরে ধীরে সেই উপাধি হয়ে যায় তার আসল নাম..।। একটা সময়
সেই মানুষটার আসল নাম আমরা ভুলে যাই..।।

একটু মনে করে দেখেনতো স্কুল..কলেজ বা ইউনিভার্সিটিতে থাকাকালীন সময়ে আপনার কোনো বন্ধুকে "কানা" উপাধি দিয়েছেন কিনা...?!
কারণ সে চোখে কম দেখতো বলে...।।
বা কোনো বান্ধবীকে "শুঁটকি" নামে খেপাতেন কিনা কারণ সে খুব হালকা পাতলা ছিল গড়নে..।।।।

অনেক বছর পর হুট করে রাস্তায় দেখা হয়ে যাওয়া সেই বন্ধুকে দেখেই বলবেন হয়তো.."আরে কানা না..আছস কেমন..?"
বা তাকেই জিজ্ঞেস করবেন.."শুঁটকির খবর জানোস কিছু..পাশ
করার পর আর কোনো খবর নাই ওর".....

উপাধি পাওয়া সেই মানুষগুলো কখনও কিছু বলে না..।।
তাদের বন্ধুরাই তাদের আসল নাম ভুলে যায়..।। 
উপাধি হয়ে যায় আসল নাম আর আসল নামের হয়ে যায় সমাধি..।।।।। 
তাদের সর্বদা হাসি হাসি মুখ আমাদের আড্ডাকে মুখরিত করে রাখে..।।
যতবার তাদের উপাধি ধরে ডাকা হয় ততবারই তারা আনমোনা থাকে... 
আড়ালে..নীরবে..নিঃচুপে সব সয়ে যায়........
সেই আক্ষেপের ও সমাধি হয় তাদের ফ্যাকাশে হাসির আড়ালে...

১ Likes ২ Comments ০ Share ৫৬২ Views