Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অলীক বুনো কল্পনা-Mythical wild imagination(সৃজনশীল ব্লগিং প্রতিযোগিতা-২০১৬- প্রথম পর্ব, ক্যাটাগরি-৩, বিবিধ)

শিরোনামটা একটু ভিন্ন দিয়েছি। কারণ আমি একজন শখের আলোকচিত্ৰকর(photographer) যদিও এ পর্যন্ত কোন ছবি বমন করা গেল না। বমন হবে কি? আমি নিজেও তেমন একটা ঘরকুনো না। যা ভালো লাগে তা ধারণ করি, যা আমাকে ভাবায় তা আমার ছোট্ট ফ্রেমে তুলে রেখে দিই। আর সেই অগোছালো কিছু ছবি আপনাদের সামনে প্রদর্শিত করা হলোঃ

১.
  পুরোনো অভ্যাস যুব এ অপেক্ষা (Old habits Wait at youth)

সারাটা দিন কষ্টের ফল যখন উনুনে উঠে তখন একজন বৃদ্ধ মহিলারও চোখে থাকে যুবতী ক্ষিদে। আর তা-ই আমি তুলে ধরলাম আমার ছোট্ট ফ্রেমে...
২. ভোগ জোগান (
Find occupation)
খাদ্যের জোগান করা আমাদের প্রত্যেকেরই মৌলিক অধিকার। তা যে ভাবেই হোক-না কেন। তা হতে পারে ভিক্ষেও...

৩. সাদাকালো বৈঠক(
Black and white assembly)

মাঝে মাঝে প্রকৃতিরও ইচ্ছে হয় মানুষের মত করে বৈঠক করতে...

৪. ঘুমন্ত বিবেক
(Sleeping conscience)
আমাদের বিকেকটা সত্যিই ঘুমন্ত। আর তা হঠাৎ জ্বলে উঠে প্রযুক্তিগত পন্যের বাক্সের রূপ ধারণ করে...

৫. গোপন সুর (
Secret Tune)
একমাত্র বাঁশিই জানে সে সুরে বেজে উঠবে...

৬. মানবমূর্তি (
Statue)

এটা একজন মানব/মানবীর ব্যক্তিত্ববোধ। যা আছে, থাকবে, থেকেই যায়...

৭. অবয়বী (Organism)
আঁধারেরও অবয়ব আছে। হয়তো কোন নারীর মত...

৮. ডাহুকের বুরূল (
Gallinule digit)

কিছু ডাক পাখিদের মত। ডেকে যাচ্ছে তো যাচ্ছে কিন্তু উত্তর মিলে না...

৯. হাতের ইশারা (
Handallusion)
হাতের ইশারা অনেক ধরণের হয়ে থাকে। কিছু চাওয়ার আর কিছু পাওয়ার...

১০. একটি বিরলদৃষ্ট অন্তর্দাহ (
A typical heart burning)

হৃদয় পুড়ে যেতে আমি এখনো দেখিনি। তবে অনুভব করেছি। আর তার আঙ্গিকেই এই চিত্রটি ধারণ করা...

জানিনা কার কেমন লাগবে আমার ছোট্ট ফ্রেমের ভাবনা ও তার সংক্ষিপ্ত ভাব প্রকাশ। ভালো থাকবেন সবাই... 
০ Likes ১ Comments ০ Share ৪২৫ Views

Comments (1)

  • - এই মেঘ এই রোদ্দুর

    নিজেই মন্তব্য কইরা লাই