Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

সাইফুল ইসলাম

৯ বছর আগে

অলরাউন্ডারদের মধ্যে ইতিহাসে সবচেয়ে বাজে

একটি ইলেক্ট্রোম্যাগনেটিক পোস্টঃ

একটা মজার জিনিস খেয়াল করলাম! 

গতমাসে আফ্রিদীর খেলা সর্বশেষ ওয়ানডেতে পাকিস্তান ১ রানে হেরেছিল অষ্ট্রেলিয়ার কাছে। ওই ম্যাচটায় হেরে আফ্রিদী ইতিহাসের ৯ম ক্রিকেটার হিসেবে ২০০ টা আন্তর্জাতিক ম্যাচে পরাজয়ের স্বাদ গ্রহণ করে।

আফ্রিদী এই ২০০ টি ম্যাচে ব্যাট হাতে ১৭.৩৩ গড়ে ৩৫০২ রান করে। সেঞ্চুরী মাত্র ২ টি।
আফ্রিদী এই ২০০ টি ম্যাচে বল হাতে ৫৫.০১ গড়ে ১৩৬ উইকেট নেয়। ইনিংসে একবারও ৫ উইকেট নিতে পারে নি। 

আর তাঁর এভারেজ ডিফারেন্স কত জানেন?
-৩৭.৬৭ 

যা হারা ম্যাচ গুলোতে ১০০০ রান করা এবং ১০০ উইকেট নেয়া অলরাউন্ডারদের মধ্যে ইতিহাসে সবচেয়ে বাজে।

সাবধান! সাবধান! সাবধান!


০ Likes ১ Comments ০ Share ৪২১ Views

Comments (1)

  • - টোকাই

    পড়তে পড়তে কান্না চলে এসেছিল ভাইয়া । সত্যি আফসোস লাগে , গ্রামের শিশু কিশোররা দৈন্যের কারণে শৈশব হারায় আর শহরের শিশু কিশোররা বিলাসিতার কারণে কৈশোর হারায় ।

     

    আরো আসুক এমন গল্প ভাইয়া ।