Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

অন্ধ বিশ্বাস

মানুষের ভিতর নিজেকে এবং অন্যদের নিয়ে কিছু বিশেষ চিন্তা-ভাবনা থাকে। সেগুলোকে ছাপিয়ে যখন বিমূর্ত 'বিশেষ কিছু' পাবার জন্য নিজেকে পর্যন্ত উতসর্গ করে ফেলতে দ্বিধা করেনা, সেই চিন্তাকেই অন্ধ বিশ্বাস বলা যায়। আমাদের চলার পথে আমরা অনেক কিছুই দেখে থাকি। কিন্তু ধর্মকে যখন ইচ্ছেমত ব্যবহার হতে দেখি, কিছু মানুষের  নিজের সার্থসিদ্ধির জন্য ধর্ম যখন হাতিয়ার- সাদাহ্রন মানুষ তখন এই বিশ্বাসের খড়গের তলে বলির বকরা হয়ে যায়।
বিভিন্ন মাজার, মন্দির প্রভৃতি ধর্মীয় উপাসনালয়ের নেতৃত্ব দানকারি পুরোহিতদের অধিকাংশই এই বিশ্বাসকে নিয়ে খেলে থাকে।
এই ব্লগে কিছু একটা নিয়ে লিখতে চাইছিলাম। তাই এখন মনে এই প্রসঙ্গটি এলো। সকলের সাথে শেয়ার করলাম।
আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে। প্রগতির অন্তরায় কখনোই কোনো ধর্ম থাকেনি, থাকা উচিতও নয়।
এজন্য আমাদের যেহেতু চোখ খোলা রয়েছে, বিবেকের চোখকেও আসুন খোলা রাখি।
০ Likes ১ Comments ০ Share ৬৯৫ Views