Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

দীপঙ্কর বেরা

৮ বছর আগে

অনেক খুঁজে


(অণুগল্প)

-আজ একটু পাশে বসো , কিছু কথা বলি , জানো , আর পারছি না , এবার যে যার মত থাকি চল ।
-ঠিক বলেছ , আমিও আর পারছি না । তুমি তো বিন্দাস ভালই আছ ।
-সে তো তোমার দৃষ্টিতে । আমিও তো মনে করি তুমি বিন্দাস আছ ।
-কবি কবি না হয়ে একটু খোলসা কর তো বাপু ।
-এই যে তুমি কবিতা ভালোবাসো না , তাতে আমার কষ্ট ।
-ভুল । তোমার ইড়িং বিড়িং ভালোবাসি না ।
-আমার ভাবনায় তুমি মেলাতে পারছ না ।
-অচল পুরোন ভাবনা আর চলে না । যুগের সঙ্গে তাল মেলাও ।
-কিন্তু সত্য চিরকাল সত্য । পরে তার প্রমাণও পেয়েছ ।
-আবার সেই কবি কবি । ছেলে মেয়ে ঘর সংসার বাজার হাট অতীত ভবিষ্যৎ এবং আমরা এরাই রোজ কবিতা লেখে ।
- বাপরে !!
- তুমি তোমাকে নিয়ে আমি আমাকে নিয়ে বেশ ভালই তো মিলে অমিলে গুলিয়ে হাঁপিয়ে ভালই আছি ।  আর সময় নেই চলো যুগের ডাকে বেরিয়ে পড়ি ।
এই বলে কণিকা গোপলার গালদুটো দু হাতে জোরে ঝাঁকিয়ে চলে গেল রান্নাঘরে ।
গোপলা থ হয়ে বসে কাব্য খুঁজতে লাগল ।
            -০০০-

০ Likes ৪ Comments ০ Share ৪০২ Views

Comments (4)

  • - মোঃ রওশানুজ্জামান কানন

    অনেক ভালো লাগলো । ধন্যবাদ আপনাকে 

    • - মুদ্রা

       ধন্যবাদ emoticons

    - আলমগীর সরকার লিটন

    হু অনেক ভাল লাগল

    • - মুদ্রা

       ধন্যবাদ emoticons