Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

মৌন রাজকুমার

৮ বছর আগে

drone or UAV

ড্রোন সম্পর্কে অনেকেই জানেন। অনেকের কাছে আছেও এবং অনেকে বাংলাদেশে নিজেই বানিয়ে জমিতে চাষাবাদের কাজে ব্যবহার করা শুরু করেছেন। অতএব ড্রোন আমাদের জন্য খুব প্রয়োজনীয় একটি বস্তু হয়ে উঠতে পারে। ড্রোন কি / ? / ড্রোন পাইলটবিহীন বিমান / ছোট আকারের এই আকাশযান আকাশের অনেক উপর দিয়ে উড়ে যেতে পারে কিন্তু রিমোট কন্ট্রোলের মাধ্যমে তা নিয়ন্ত্রণ করা হয় / আফগানিস্তানের ঘাঁটি থেকে মার্কিনীরা এই বিমান আকাশে উড়িয়ে দেয় এবং তা নিয়ন্ত্রণ করতে থাকে ওই ঘাঁটিতে বসে / পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে দিন বা রাতের যে কোন সময় ক্ষেপণাস্ত্র আঘাত করে ড্রোনটি পুনরায় ওই ঘাঁটিতে ফিরে যায় /  ড্রোনের ব্যবহার এবং কিনতে চাইলে এই বিশ্বস্ত সাইটে যেতে পারেন।  
http://www.onagofly.com
০ Likes ০ Comments ০ Share ৩৫৬ Views