Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"মানবিক সহায়তা" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

রুহুল আমিন

৭ বছর আগে লিখেছেন

=== ফিরে অাসা ===

 
অনেক দিন না ভুল অনেক বছর পর অাসলাম, বন্ধুরা অাপনারা কেমন আছেন?
ররর continue reading

৪১৪

কাঠ পুতুল

৮ বছর আগে লিখেছেন

আমরাই বলি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই

আমি শ্রদ্ধা করি একজন পতিতাকে !
আমি সম্মান করি একজন ছিনতাইকারীকে !!
আমি সহানুভূতি জানাই একজন নেশাগ্রস্হকে !!!
আমি শ্রদ্ধা জানাই সেই নারীকে যে নিজের স্বতিত্বকে বিসর্জন দিয়ে সারা রাত অন্য পুরুষকে বিছানায় আনন্দ দিয়ে, সকালে টাকা নিয়ে ছোট ভাইয়ের পরীক্ষার ফিস দেয়।
আর আমরা তাকে দিনে পতিতা বলে ঘৃণায় মুখ ফিরিয়ে নেই, আর রাত হলে তাদের শরীর দিয়ে নিজেদের যৌন ক্ষুধা মেটাই।
আমি সম্মান করি সেই লোককে যে পথচারীকে থামিয়ে তাকে খুর বা চাকু
দেখিয়ে তার পকেট ফাকা করে, কারন ঘরে অসুস্থ মায়ের অষুধ ফুরিয়ে গেছে।
আমরা তাদের ছিনতাইকারী বলে ধোলাই দেই, আর হরতাল অবরোধে এদের ভাড়া করি।
আমি সহানুভূতি জানাই সেই যুবককেমদ, গাঁজা, ইয়াবা, হেরোইন যার সঙ্গী৷ কারন
প্রতিটা বিষয়ে A+ থাকা শর্তেও ঘুষের
টাকা না দিতে পারায় তার চাকরি হয়নি।
বিনা চিকিৎসায় তার বাবা মারা গেছে। টাকার অভাবে ছোট বোনের বিয়ে ভেঙ্গে গেছে।
আমরা তাকে নেশাখোড় বলি আর তার বোনের দিকে কু-নজরে থাকাই।
এগুলোই সিস্টেম। এগুলো চলছিল, চলছে আর ভবিষ্যতেও চলতে থাকবে। 
এর কোনো পরিবর্তন নেই।
ওরা মরছে ! 
মরুক !! 
তাতে আমার কি ?
আমিতো ঠিক আছি। নিজে ঠিক তো জগৎ ঠিক।
এটাই আমাদের কথা।
আবার আমরাই বলি, সবার উপরে মানুষ সত্য তাহার উপর নেই।।
আমরা মানুষ জাতি, আসলেই অদ্ভুত।।
- See more at: www.kathputul.cf
continue reading

৬৫৪

প্রিন্স মাহমুদ রহিম

৮ বছর আগে লিখেছেন

কেউ কি আছেন

আমার প্রথম কাব্যগ্রন্থের জন্য প্রচ্ছদ পরিকল্পনা দরকার। আমার কবিতা যারা নিয়মিত পাঠ করেন তাদের মধ্যে কেউ কি আছেন এ ব্যাপারে সহযোগিতা করতে পারবেন? টাকা খরচ করে বই বের করার সামর্থ আমার নেই। continue reading

৩৯৭

নূর মোহাম্মদ নূরু

৮ বছর আগে লিখেছেন

আন্তর্জাতিক সেবিকা দিবসে আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লেরেন্স নাইটিঙ্গেলের ১৯৫তম জন্মবার্ষিকীতে ফুলেল শুভেচ্ছা

মানবসেবায় অনন্য দায়িত্বপালনকারী সেবিকাদের স্বীকৃতি ও সম্মান প্রদর্শনের দিন আন্তর্জাতিক সেবিকা দিবস আজ। আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন ১২ মে আন্তর্জাতিক নার্স দিবস পালন করা হয় আন্তর্জাতিক নার্স দিবস। মানবসেবার মহান ব্রত নিয়ে যারা দিন রাত মানুষের সেবা করে থাকেন তারাই সেবিকা। রোগীর জন্য একজন ডাক্তারের পরামর্শের চেয়ে কোনো অংশেই কম গুরুত্বপূর্ণ নয় সেবিকার সেবা। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও এ দিবসটি পালন করা হচ্ছে। এ বছর দিবসের প্রতিপাদ্য ‘নার্সঃ পরিবর্তনের এক সহায়ক শক্তি ব্যয় সাশ্রয়ী কার্যকর সেবা প্রদানের ক্ষেত্রে।’আধুনিক নার্সিংয়ের প্রবর্তক মহীয়সী সেবিকা ফ্লোরেন্স নাইটিংগেলের সেবাকর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে তার জন্মদিন... continue reading

৫৩৬

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

আজ ফেলানী দিবসঃ ভারতীয় সীমান্তরক্ষা বাহিনীর রক্তাক্ত সন্ত্রাসের শিকার ফেলানীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ

বিএসএফের গুলিতে নিহত হয়ে কাঁটাতারে ঝুলে থাকা ফেলানীর ৪র্থ মৃত্যুবার্ষিকী আজ। ২০১১ সালের ৭ই জানুয়ারি কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে নির্মম ভাবে গুলি করে হত্যা করা হয় ফেলানীকে। ১৫ বছরের শিশু ফেলানী তার বাবার সাথে কাঁটাতারের বেড়া পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছিল। কিন্তু কাঁটাতারের বেড়ায় কাপড় জড়িয়ে পা ফসকে ঝুলে পড়েছিল সে। তখন সাহায্যের জন্য ফেলানী চিৎকার করে আবেদন করছিল। কিন্তু বিএসএফ-এর রক্ত পিপাসু ঘাতকরা সে আবেদনের সাড়া না দিয়ে তাকে গুলী করে হত্যা করে তেমনি ঝুলন্ত অবস্থায়ই। ঐ নরঘাতকরা তাকে হত্যা করে তার লাশ নামিয়ে নিয়ে যায়নি। বরং পরবর্তী পাঁচ ঘণ্টা ফেলানীর লাশ ঝুলেছিল কাঁটাতারের বেড়ার ওপরই। যেন বিএসএফ... continue reading

৮৮১

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

১০ ডিসেম্বর, বিশ্ব মানবাধিকার দিবস আজঃ পৃথিবীর সকল দেশের প্রতিটি মানুষের অধিকার সুরক্ষিত থাকুক ৩৬৫দিন

বজ্র আটুনি ফস্কো গিরো। আইন যত কঠিন হোক আইনের ফাঁক ফোঁকর গলিয়ে তা ভাঙ্গা ততটাই সহজ। ঘটা করে আইন করা হয় যেন তা ভাঙ্গার আনন্দ লাভের জন্য। আইন ভাঙ্গার এই ধারাবাহিকতায় বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ মহা সমারোহে পালিত হবে বিশ্ব মানবাধিকার দিবস আজ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাতি-রাষ্ট্রের মধ্যে বিভেদ দূর করার লক্ষ্যে এবং মানুষের প্রতি মানুষের সহমর্মিতা এবং মানবতাবোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোর সমন্বয়ে ঘোষিত হয় সার্বজনীন মানবাধিকার ঘোষণা। জাতিসংঘের ঘোষণা অনুযায়ী ১৯৫০ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৩১৭তম প্লেনারি সভায় ৪২৩(ভি) প্রস্তাবে গৃহীত সিদ্ধান্ত মোতাবেক প্রতিবছর ১০ ডিসেম্বর যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে... continue reading

৯৬৩

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

৩ ডিসেম্বর, ২৩তম বিশ্ব প্রতিবন্ধী দিবস আজঃ সুন্দর পৃথিবী গড়তে প্রতিবন্ধী ব্যক্তিদের সম্পৃক্ত করার বিকল্প নাই


আজ ৩ ডিসেম্বর, ২৩তম বিশ্ব প্রতিবন্ধী দিবস এবং ১৬তম জাতীয় প্রতিবন্ধী দিবস। প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সমুন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়। পথেঘাটে ভিক্ষা করতে দেখা শারীরিক প্রতিবন্ধীদের কারণে আমাদের ধারণা প্রতিবন্ধীতা মানে শারীরিক অসম্পূর্ণতা। সম্ভবত এ বিষয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার কারণে আমাদের প্রজন্মের অনেকেরই ধারণা তাই। তবে প্রতিবন্ধীতার একাধিক ধরন রয়েছে। প্রতিবন্ধীতা হতে পারে শারীরিক, মানসিক বা বুদ্ধিবৃত্তীয়, দৃষ্টিজনিত, বাক ও শ্রবণজনিত কিংবা বহুমাত্রিক (একের অধিক প্রতিবন্ধিতা)। প্রতিবন্ধীতার কোনো প্রতিষেধক না থাকলেও আছে প্রতিরোধের উপায়। সুতরাং প্রতিরোধের জন্য প্রতিবন্ধীতা সম্পর্কে... continue reading

৭৭০

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

২৫ নভেম্বর, আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবসঃ নারীর প্রতি সহিংসতা বন্ধের কোনো বিকল্প নেই

আজ ২৫ নভেম্বর, ইন্টারন্যাশনাল ডে ফর দ্য এলিমিনেশন অব ভায়োলেন্স এগেইনস্ট উইমেন’ বা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিবাদ দিবস। বিশ্ব এগিয়ে যাচ্ছে, পরিবর্তিত হচ্ছে সমাজ কাঠামো, বিকশিত হচ্ছে সভ্যতা। পরিবর্তনের হাওয়া লেগেছে মানুষের জীবনযাত্রায়। কিন্তু আশ্চর্য হলেও সত্য, বন্ধ হয়নি নারী নির্যাতন। বিশ্বের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী এবং সমাজের উন্নয়নে তাদের অবদান অনস্বীকার্য। উন্নয়নের যে কোনো ধারাকে গতিশীল করতে নারী-পুরুষের সমান অংশগ্রহণ জরুরি। আর এই পরিপ্রেক্ষিতে নারীর শিক্ষা থেকে শুরু করে যাবতীয় নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করা রাষ্ট্রেরই দায়িত্ব। যদি কোনোভাবে নারীর এসব অধিকার ক্ষুণ্ন হয় এবং নারীর প্রতি সহিংসতা বাড়তে থাকে তবে তা যেমন দুঃখজনক, অন্যদিকে জাতীয় জীবনে উন্নতির... continue reading

৬৮৮

রাজ্যহীন রাজপুত্র

৯ বছর আগে লিখেছেন

"এক টুকরো হাসি"

 
রাত তখন ১০ঃ৩০ , চারজন বন্ধু - শুভ, সাদ, আলিফ এবং নাহিন, রেলগেট পাশের মামার দোকানে বসে আড্ডা দিচ্ছে, তারা সকলে ই একই প্রাইভেট ভার্সিটিতে সদ্য ভর্তি হইছে, এক সাথে ই নতুন বাসা নিয়েছে, তাই নতুন বাসার জন্য কিছু টুকিটাকি জিনিস কিনতেছে, একটা ক্রোকারিজ এর দোকানের পাশে গিয়ে তারা এক অন্ধ ব্যক্তি কে দেখতে পেল সে দোকানের বাইরে দারিয়ে আছে, ভেতরে এক ছোট মেয়েকে কিছু কিনতে দেখতে পেল, মেয়েটি একটি বোল কিন্তেছিল, অন্ধ ব্যক্তিটি তার সারাদিনের আয় করা টাকা দিয়ে শুধু একটা বোল কিনতেছে তার পরিবারের জন্যে, মেয়েটি খুব ই আগ্রহের সাথে এটা ওটা দেখছে কিন্তু সে বোল ই... continue reading

৫২২

মেহেদি হাসান রাজু

৯ বছর আগে লিখেছেন

আমাদের রেলমন্ত্রীর বিয়ে এবং আমাদের কিছু চাওয়া

কি হচ্ছে এসব আমাদের সাথে , বা আমাদের চারপাশে সেটা নিয়ে হাল্কা চিন্তা করতে গেলেও সবার আগে হাসি চলে আসে।
একেবারে রিসেণ্ট স্টোরি হচ্ছে আমাদের মন্ত্রী সাহেবের বিয়ে। ভেবেছিলাম কিনা তিনি চিরকুমার থাকবেন , আর আমরা যারা প্রেমে অনগ্রসর যুবা আছি তারা সবাই মিলে উনাকে আদর্শ হিসেবে গ্রহণ করবো ;) কিন্তু তিনি সেটা আর হতে দিলেন কই ?? L  ৫০০ জন বরযাত্রী নিয়ে তিনি যাচ্ছেন বিয়ের কম্ম সারতে :-/
বোধয় চাচার সাথে উনার স্বপ্নযোগে স্বাক্ষাত হয়েছিলো। আরে এরশাদ চাচা! তিনি যদি ৮০ বছর বয়সে বিয়ে করে বাচ্চার জনক হতে পারেন ( তা সে দত্তকই হোক কিংবা অর্গানিকই হোক ;)  ) ,... continue reading

৫১৯