Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"ক্রিকেট" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

সাইফুল ইসলাম

৬ বছর আগে লিখেছেন

জাতীয় দলের কোচ হতে চেয়েছিলেন সৌরভ গাঙ্গুলি

ভারতের ক্রিকেট ইতিহাসে অন্যতম সেরা অধিনায়ক গাঙ্গুলি বলেন, তিনি কোচ হতে চেয়েছিলেন। সৌরভ এটা এখন ভালোই জানেন , ‘আপনি যা করতে পারেন, আপনার সেটাই করা উচিত। ফলাফল নিয়ে কখনো ভাবা উচিত না। জীবন আপনাকে কোথায় নিয়ে যাবে, তা আমরা কেউ জানি না। ১৯৯৯ সালে অস্ট্রেলিয়া যাই, তখন আমি দলের সহ-অধিনায়কও হতে পারিনি। শচীন ছিল দলের অধিনায়ক, কিন্তু কয়েক মাস পরই আমি ভারতের অধিনায়ক হয়ে যাই।’
২০০৭ সালে ওয়ানডে ছাড়ার পরের বছর টেস্ট ক্রিকেট থেকেও অবসর নেন সৌরভ। ভারতীয় ক্রিকেটের অন্যতম সেরা প্রশাসক জগমোহন ডালমিয়ার মৃত্যুর পর সিএবি সভাপতির দায়িত্ব গ্রহণ করেন। অথচ সৌরভ তখন জাতীয় দলের কোচ হতে মরিয়া ছিলেন! সেটি... continue reading

১৩৯

rohan islam

৭ বছর আগে লিখেছেন

Bangladesh cricket

www.nokkhotro.com/prettylife/blog/ bangladesh cricket.
No doubt cricket of bd team has been improving 5 or 6 years dramaticall. in recent time we have  achieved so many wonerful moments. we beat some of the strong nations who are dominating the cricket world such as, India ,SouthAfrica and Pakistan also. that is a sign of a good team who can beat strongrst opponent at consistence basis. we acheived most of our success in our backyeard. we are quite strong at home. but wehen we are going to play abroad we have trouble of defeating them. Yes condition is a massive fact to win a game abroad,... continue reading

৩৫৬

অচেনা বন্ধু

৮ বছর আগে লিখেছেন

আইসিসিকে শুধু এতটুকুই বলার, 'শেইম অন ইউ'!

বাংলাদেশের বিপক্ষে যাওয়া আইসিসির বিভিন্ন স্বীদ্ধান্তের ব্যপারে বাংলাদেশের সমর্থকগোষ্ঠি বরাবরই সোচ্চার এবং সেটা ন্যায়সঙ্গত কারণেই। তবুও বিষয়টা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোডর্ তথা বিসিবি নমনীয়। যেহেতু বিসিবি একটা জাতীয় ক্রিকেট বোর্ড এবং আইসিসির সদস্য, তাই তাদের পক্ষে সরাসরি আইসিসির রিরুদ্ধে যাওয়াটা সহজ নয়। বিশেষ করে যখন কেউ একটা প্রক্রিয়ার অংশ হয়, তখন সেই প্রক্রিয়ার ভেতরে থেকেই সমস্যার মোকাবেলা করতে হয়। যদি খোদ প্রক্রিয়াতেই সমস্যা থাকে, সেটা পরিবর্তনের জন্যে ভেতরে থেকেই চেষ্টা চালানো বুদ্ধিমানের কাজ। হতে পারে সে কারণে আইসিসির বিভিন্ন সন্দেহজনক আচরণ যা আম্পায়ারিং থেকে শুরু করে ভেনু্য সিলেকশন পর্যন্ত বিসিবি নীতিগত ভাবে একমত না হলেও সরাসরি সোচ্চার হয় নি।... continue reading

৪৬৭

শাহআজিজ

৮ বছর আগে লিখেছেন

মার্চের আঘাত মার্চেই ফেরত দিলাম

আজ খেলা শেষে বার বার মনে হচ্ছিল ১৯৭১ সালে এই মার্চ মাসে আমার বাবাকে হত্যা করা হয়েছিল । আজকে ৪৫ বছর পর সেই মার্চে আমরা একটা প্রতিশোধ নিলাম । একটা জটিল সময় চলছিল ১০ রানের ব্যাবধানে । পারবতো ? বিশ্বাস ভেঙ্গে পড়ছিল । গ্যালারিতে আমার কন্যাদের দেখলাম সবাই মোনাজাত করছে। তারপর এক ছক্কায় গগনবিদারি চিৎকার । আজকের খেলায় খেয়াল করলাম শেষ দিকে আমি কেন যেন হাত পা শক্ত করে বসে আছি ললাটের লিখন দেখতে। দুহাত তুলে বিজয়ের স্বাদ নিয়ে রিলাক্সড হলাম।  continue reading

৩৩৪

বাংলা নিউজ

৮ বছর আগে লিখেছেন

ওয়ার্নদের কাছে ‘হোয়াইটওয়াশ’ শচিন-গাঙ্গুলিরা

অলস্টার্স ক্রিকেট সিরিজের শেষ ম্যাচেও জয় তুলে নিয়েছে ওয়ার্ন ওয়ারিয়র্স। শচিন ব্লাস্টার্সকে চার উইকেটে পরাজিত করেছে তারা। তিনটি টি-টোয়েন্টি ম্যাচের সবকটিতে জয় তুলে নিয়ে শচিন টেন্ডুলকারদের হোয়াইটওয়াশ করলেন ওয়ার্নরা।
গ্রেট বনাম গ্রেটদের ক্রিকেট ম্যাচ। একদিকে শেন ওয়ার্ন অন্যদিকে শচিন টেন্ডুলকার। সিরিজের শুরু থেকেই ভক্তদের মধ্যে ছিলো দারুণ উৎসাহ। তা হবেই বা না কেন? কোর্টনি ওয়ালস, কার্টলি অ্যামব্রোস, কার্ল হুপার, অ্যালান ডোনাল্ড আর এদিকে শোয়েব আকতার, ওয়াসিম আকরাম আর গ্লেন ম্যাকগ্রাদের মতো ক্রিকেটার; সবাইকে একসঙ্গে মাঠে খেলতে দেখাটা সবার কাছেই স্বপ্নের মতো। ওয়ার্নের দলে খেলেছেন কোর্টনি, ম্যাকগ্রা, জ্যাক ক্যালিসরা। অন্যদিকে, শচিনের দলে সৌরভ গাঙ্গুলি, হুপার মইন খানের মতো ক্রিকেটাররা ছিলেন। তাতেও... continue reading

৪৯৮

বাংলা নিউজ

৮ বছর আগে লিখেছেন

পাকিস্তান সুপার লিগে বাংলাদেশী দুই ক্রিকেটার

আগামী বছর ফেব্রুয়ারিতে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) টি-টোয়েন্টি টুর্নামেন্ট আয়োজন করার ঘোষণা দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ২১ দিন ব্যাপী এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে কাতারের রাজধানী দোহারে। পিসিবির ভাষ্যমতে প্রথমবারের ন্যায় এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশের দুইজন ক্রিকেটার।
পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠী প্রেসকন্ফরেন্সে এ ঘোষণা দেন, পিসিবির নির্বাহী কমিটির প্রধান নাজাম শেঠী সাংবাদিকদের জানান, “আগামী বছর ৪ থেকে ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত কাতারের রাজধানী দোহায় পাকিস্তান সুপার লিগের (পিএসএল) প্রথম আসর অনুষ্ঠিত হবে। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল পাবে এক মিলিয়ন ডলার। আশা করছি প্রথম বারের টুর্নামেন্টি অনেক ফলোপ্রসু হবে। কারণ আমরা ইতিমধ্যেই অনেক বিদেশী ক্রিকেটার ও স্পনসর থেকে... continue reading

৬৬৮

মোঃ মাহবুবুল আলম

৮ বছর আগে লিখেছেন

টাইগারদের ঈদ উপহার

দক্ষিণ আফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে তিন ম্যাচ সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ জয় করে টাইগাররা ঈদের আগেই যেন আমাদের আর এক ঈদ উপহার দিল। দক্ষিণ অফ্রিকার মতো শক্তিশালী দলের বিপক্ষে টাইগারদের এ সিরিজ জেতা ছিল খুবই অপূর্ব, বিষ্ময়কর ও নান্দনিক। এ সিরিজ জেতার মাধ্যমে টানা চার সিরিজ জেতার সঙ্গে ১৯তম সিরিজ জিতেছে বাংলাদেশ। পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ৮ বার জিম্বাবুইয়ের বিপক্ষে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৬-০৭ সালে, দ্বিতীয়বার ২০০৯ সালে এবং তৃতীয়বার ২০১৪-১৫ সালে। শক্তিশালী দলগুলোর মধ্যে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুইবার করে জিতেছে বাংলাদেশ। কেনিয়ার বিপক্ষেও দুইবার সিরিজে জয় মিলেছে। স্কটল্যান্ডের বিপক্ষে একবার, আয়ারল্যান্ডের বিপক্ষে একবার, পাকিস্তানের বিপক্ষে... continue reading

৪৪৫

আবু খায়ের আনিছ

৮ বছর আগে লিখেছেন

আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি, বিশ্বকাপ-২০২০ এবং আমার ভাবনা।

এক বছর আগে অথাৎ ২০১৪ বাংলাদেশ ক্রিকেট নিয়ে বলেছিলাম ২০২০ সালের বিশ্বকাপে বাংলাদেশ দশ নাম্বার দল নয় এক নাম্বার দল হিসাবে খেলবে। পোষ্টটা আজকে আবার দিব তবে এখন যা লিখতে চাইছি সেটা আগে লিখে নেই।
কথা ছিল ২০১৭ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেপ্টেম্বর ৩০,২০১৫ এর আগে রেকিং এ শীর্ষ আট দল খেলবে। বাংলাদেশ পাকিস্তানকে হোয়াইটওয়াশ আর ভারতকে সিরিজ হারিয়ে সেটা নিশ্চিত করে।
কিন্তু কালো মেঘ আকাশে ভর করে তখনি যখন জিম্বাবুয়ে একটা সিরিজ আয়োজন করল ওয়েস্টইন্ডিজ আর পাকিস্তানকে নিয়ে। পরিসংখ্যান একটু ঘোলাটে হতে শুরু করল।
আগের বারও বলেছিলাম গাছে কাঠাল গোফে তৈল। এবারও তাই বলছি। এই পরিসংখ্যান আর মাথা... continue reading

৫২৮

ডি এম শফিক তাসলিম

৮ বছর আগে লিখেছেন

২০৮০: এবং ধরে দিবানি !!

২০৮০ সালের জুনের কোন এক দিন :
মাঠে প্রচন্ড বেগে করতালি ধেয়ে যাচ্ছে !! আর মাঠ থেকে তার প্রতুত্তরে ৯০ মিটারের এক একটি ছক্কা ধেয়ে যাচ্ছে গ্যালারীতে । কিছুক্ষন পর পর “দিবানি” আর “ধরে দিবানি “ কোরাসে থর থর করে কাঁপছে মাঠে থাকা এগারো জন ব্যাক্তি ,যাদের আমন্ত্রন জানানো হয়েছিল এ ভুখন্ডে খেলার জন্য !! 
এর মধ্যে বলের সংখ্যার চেয়ে উল্লেখ যোগ্য বেশি রান করে তখন রণহুঙ্কারের দামামা বাজিয়ে বিরতিতে বাংলাদেশ নামক পরাশক্তির “বাঘের বাচ্চাদের” খানিকটা বিশ্রাম । 
বিরতির পর এবার শের-ই- বাংলাদের বোলিং এ তোপ দাগানোর প্রস্তুতি চলছে । স্কোর বোর্ড ে তখন ০ ওভার ০ রান । বোলিঙে তখন নতুন বলের বোলার যে... continue reading

৫৪৩

বাংলা নিউজ

৮ বছর আগে লিখেছেন

টেষ্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তামিম

ফতুল্লা টেষ্টে আজ দিনের শুরুতে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে। এরমাঝেই ওপেনার তামিম ইকবাল যখন নিজের ব্যক্তিগত ৭ রানে পৌছান, তখনই তিনি স্পর্শ করেন নতুন একটি মাইল ফলক।
 
হাবিবুল বাশারকে (৩০২৬ রান) টপকে তামিম ইকবাল এখন বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেষ্টে সবচেয়ে বেশী রানের মালিক।
 
পাকিস্তানের সাথে গত টেস্ট সিরিজেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিন হাজারির ক্লাবে নিজের নাম লেখান তামিম। হাবিবুল বাশার টেস্টে ৯৯ ইনিংসে ৩০.৮৭ গড়ে করেছিলেন ৩০২৬ রান l আর হাবিবুল বাশারকে টপকাতে তামিম খেলেন বাশারের চেয়ে ২২ টি ইনিংস কম l অর্থাৎ ৭৭ ইনিংসে ৪০ এর কাছাকাছি গড়ে... continue reading

৮৬৯