Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

"কার্টুন/কমিকস" বিভাগের পোস্ট ক্রমানুসারে দেখাচ্ছে

নূর মোহাম্মদ নূরু

৯ বছর আগে লিখেছেন

আজ ২৪ সেপ্টেম্বর-মীনা দিবসঃ মীনা দিবসে মীনার পক্ষ হতে সবার জন্য শুভেচ্ছা ও শুভকামনা

মীনাকে তো আমরা সবাই চিনি। মীনা একটি প্রতিকী চরিত্র। এই চরিত্রের মাধ্যমে শিশুদের আধিকার, শিক্ষা, সাংস্কৃতি, বিনোদন, শারীরিক ও মানসিক ভাবে বেড়ে ওঠার চিত্র ফুটে উঠে। মীনা কার্টুনে একটি পরিবারের কাহিনী ফুটে উঠেছে। সেখানে মীনা সময়মত স্কুলে যায়, বন্ধুদের সঙ্গে খেলাধুলা করে, পরিবারের বিভিন্ন কাজে সহযোগীতা করে,অন্যের বিপদে সাহায্যের জন্য এগিয়ে আসে। আমাদের প্রিয় সেই মীনার টিয়া পাখি মিঠু আর ছোট ভাই এর নাম রাজু। সে কিন্তু গ্রামের মেয়ে। ছোট ভাই রাজু ছাড়াও তার পরিবারে আছে বাবা-মা, বোন আর দাদী। আদরের টিয়া পাখি মিঠু সারাক্ষণ মিনার সঙ্গেই থাকে। কার্টুনটি আমাদের অনেকেরই প্রিয় কারণ এখানে মীনার অনেক বুদ্ধিমত্তা ও সাহসিকতা... continue reading

২১০৪

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

কাপড়েতেই শুধুই লস !

মন্ত্রী এম পি হওয়ার আগে
লাগতো মাত্র কয়েক গজ,
সব কিছুতে লাভটা এখন
কাপড়েতেই শুধুই লস ! continue reading

১৩ ৫৬৩

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

আর কইরেন না চাপাচাপি

আন্দোলন আর প্রতিরোধে
কোন দিকে যাই বাপরে বাপ,
আর কইরেন না চাপাচাপি
পারছি না আর সইতে চাপ।       continue reading

১৪ ৬৪১

মো: সারোয়ার হোসেন ভুঁইয়া

১০ বছর আগে লিখেছেন

বাংলাদেশের কার্টুন চ্যানেল ও আমার মেয়ের যন্ত্রনা সহ্য করা।

বাংলাদেশের কার্টুন চ্যানেল ও আমার মেয়ের যন্ত্রনা সহ্য করা।
গত কয়েকমাস আগে বাংলাদেশ সরকার “ডরিমন” কার্টুন সম্প্রচার বন্ধ করে দিয়েছে। এজন্য এ সরকারকে আমি ভোক্তভুগি হিসেবে ধন্যবাদ জানাই। এই ডরিমনের জ্বালায় আমি পাগল হয়ে যাচ্ছিলাম। সারাদিন অফিস করে রাতে বাসায় ফিরে কোথায় একটু দেশ বিদেশের খবরাখরব দেখব, কিন্তু ছোট মেয়ে সেই সময় পড়া শেষ করে কার্টুন নিয়ে বসেছে। কার্টুনের নাম “ডরিমন”। শত চেষ্টা করেও রিমোট নিতে পারি না। এদিকে গত ক’নি আগে http://www.kishorkanthabd.com এ "শিশু-অধিকার-ও-আমাদের-শিশু" লেখাটি পড়েছিলাম। শিশু অধিকার বলে কথা।
কি আর করা! বসে বসে ডরিমনই দেখি। সারাক্ষন চেচামিচি আর চেচামিচি। কিছ্ছু বুঝি না। কিন্তু মেয়ে আমার খুব মজা পাচ্ছে... continue reading

১৫৩৭

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

আলোচনার আলো.....আলু

আলোচনার আলো এখন
আলু হয়ে নাস্তায়,
খোশ মেজাজে খায় গপাগপ
আমরা মরি রাস্তায়।

continue reading

৭৭৪

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

বেতন তুমি ছোট্ট খোকা

  বেতন তুমি রইয়া গেলা
ছোট্ট খোকার মতো,
তোমার প্রিয় বন্ধুরাতো
ছুটছে অবিরতো।   continue reading

৫৬৮

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

ডিগবাজির কোর্স

ভর্তি চলছে সমারোহে ডিগবাজির এই কোর্সে, জলদি আসেন ভর্তি হলে এই হেডিং এর সোর্সে।ভর্তি চলছে সমারোহে ডিগবাজির এই কোর্সে, জলদি আসেন ভর্তি হলে এই হেডিং এর সোর্সে।

continue reading

৫৪৩

বাসুদেব খাস্তগীর

১০ বছর আগে লিখেছেন

লাগাম টাইন্যা ছাইড়্যা দিলাম

 
 
'লাগাম টাইন্যা ছাইড়্যা দিলাম
ঘুরেন পারেন যত দূর,'
এই ভাবে কি হতে পারে
রাজনীতির এই ক্ষত দুর ?
 
 
continue reading

৫৯৬