Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ সিনেমার লোকেরা ক্যামন হইতে পারে, অন্তত (ছবিয়াল)ভাই বেরাদর প্রোডাকশন ~

আজকে কিছু সাক্ষাৎকার  আর কিছু সিনেমা জগতের ঘটনা আর বিশ্বসাহিত্য কেন্দ্রের কিছু স্মৃতিকথা শেয়ার করব । সাথে আমার লেখা "@" সাইনের ইতিহাস ও আমার একটা পছন্দের ডকুমেন্টারি শেয়ার করব ।

                                                           ১
 



ছবিসুত্রঃ বাংলা ওয়েব পোর্টাল 

" হুমায়ূন ফরিদীকে প্রশ্ন করা হলে, অভিনয়ে কীভাবে এলেন, তিনি মজা করে উত্তর দিতেন, ট্যাক্সিতে। বহু বহু আগে সাক্ষাৎকারে পড়া।

আমি স্মৃতিকাতর হই না। অতীত নিয়ে ভাবার সময় আমার নাই। আমার সবটুকুই বর্তমান। কিন্তু কোনো ঘটনা বোঝা যায় বহুদিন পর তার ঘোর কেটে গেলে। ঘটনাকে দেখতে হয় দূর থেকে। এটা মায়েস্ত্রো মোস্তফা সরয়ার ফারুকীর কথা।......।
" - হুমায়ূন সাধু ।

বিস্তারিত পড়তে চাইলে নিচের লিংকে যান ।

আমাদের ভাই বেরাদর হওয়া - পর্ব ( ১ )

         
                                                          

 

 ছবিসুত্রঃ বাংলা ওয়েব পোর্টাল 

আমার ভর্তি হবার আগেই কিংবা অল্প পরে ঢাকা কলেজ থেকে বাকিউল্লাহ ভাই অনার্স পাস করেছিলেন। ছড়াকার মাহমুদউল্লাহ ভাইয়ের অনুজ বাকিউল্লাহ ভাইয়ের সঙ্গে আমার পরিচয় হয়েছিল ‘অনুশীলন সংঘে’র সাপ্তাহিক সাহিত্য সভায়। তিনিই আমাকে প্রথমে নিয়ে যেতে চেয়েছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রে। তোফাজ্জল ভাই, মানে শেখ তোফাজ্জল হোসেন, দৈনিক ইত্তেফাক পত্রিকার তখনকার কার্টুনিস্ট তোফা, ছিলেন ‘অনুশীলন সংঘে’র নিয়মিত সাহিত্যসভার আয়োজক।...............
-- আহমাদ মাযহার 

বিস্তারিত পড়তে চাইলে নিচের লিংকে যান । 
বিশ্বসাহিত্যকেন্দ্রের দিনগুলি 

                                                          ৩

ছবিসুত্রঃ বাংলা ওয়েব পোর্টাল 

জর্ডান বেলফোর্ট নামের এক স্টক ব্রোকার এর জীবনকাহিনী নিয়ে উলফ অব ওয়াল স্ট্রিট সিনেমাটি। জর্ডান বেলফোর্টের জন্ম ১৯৬২ সালে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে। তিনি প্রথম জীবনে ওয়াল স্ট্রিটে স্টক ব্রোকার হিসেবে কর্মজীবন শুরু করেন। ওয়ালস্ট্রিটে তিনি উলফ অব ওয়াল স্ট্রিট নামে পরিচিত হয়ে ওঠেন। --  বিডব্লিউপি ডেস্ক
 

বিস্তারিত পড়তে চাইলে নিচের লিংকে যান। 
ডিসেম্বরে দুটি ছবি

                                                               
                                                          ৪

অন্তর্জালে আপনার বিচরণের জন্য দরকার একটি মেইল অ্যাড্রেস । আর যে কোন মেইল অ্যাড্রেসের সাথেই জড়িত থাকে " @ " সাইন । কিন্তু এই সাইন আসলো কিভাবে জানতে আমার লেখা পড়ুন । ...


ছবিসুত্রঃ বাংলা ওয়েব পোর্টাল 

ভাষাবিদ ও প্রফেসরদের মত
বহু ভাষাবিদ “@” সাইনের উদ্ভব সম্পর্কে ভিন্নমত রাখেন। তাদের ধারণা “@” সাইনের উদ্ভব কিছুদিন আগেই ঘটেছে। তারা মনে করেন অষ্টাদশ শতাব্দীতে কমার্শিয়াল ক্ষেত্রে প্রতি একক দামের সিম্বল হিসেবে “@” সাইন ব্যবহৃত হতো। যেমন ২টি মুরগী @ ১০ পেন্স।...।।
- জাওয়াদ আহমেদ 

বিস্তারিত পড়তে চাইলে নিচের লিংকে যান । 
@ সাইনের বৃত্তান্ত

                                                             ৫
নিচেরটা আমার বন্ধুর নেওয়া সাক্ষাৎকার । মেহেরজানের পরিচালক রুবাইয়াত হোসেনের দ্বিতীয় ছবি নিয়ে বিস্তর আলাপ ।


ছবিসুত্রঃ বাংলা ওয়েব পোর্টাল

শাওন: এই দুইদিন যে শ্যুটিং হয়েছে সেটা কি ইনডোরে না আউটডোরে?

রাহুল: ইনডোর।

শাওন: যদি অফার পান তাহলে কাজ করতে কোনো সমস্যা কি আছে বাংলাদেশে?

রাহুল: ফাইভ ফ্যাক্টরস, আফ্রিকাতে হয়, আস্ট্রেলিয়াতে হয়, বাংলাদেশে হয় আমার কোনো তফাৎ নেই। আই হ্যাভ দ্য ফাইভ ফ্যাক্টরস।......।
-- মৃদুল শাওন 

বিস্তারিত পড়তে চাইলে নিচের লিংকে যান । 
“রুবাইয়াত ইজ এ ডিরেক্টর নোজ হোয়াট শি ওয়ান্টস” – রাহুল বোস



এইবার আমার প্রিয় ডকুমেন্টারির লিংক দিব । এই ডকুটা(ডকুমেন্টারিরে আমরা ভাই বেরাদররা ডকু বলি সংক্ষেপে)  মেয়েদের নিয়ে সমাজে যে বিস্তর ধারণা বিদ্যমান, তার মোটামুটি একটা প্রতিচ্ছবি বলতে পারেন । দেখতে চাইলে নিচের লিংকে যাবেন ।
[ ডকুমেন্টারি ৩৬-২৪-৩৬ ]  ে

১ Likes ১৩ Comments ০ Share ৮৬০ Views

Comments (13)

  • - জাকিয়া জেসমিন যূথী

    আমাকে নিন। 

    ভোট দিয়েছি। অবলিগ তুলেই দিয়েছি। 

    • - জাকিয়া জেসমিন যূথী

      ভাইয়া, একটা ব্যাপার চোখে পরলো। শেয়ার করছি। কেউ কেউ ভোট দেয়ার ক্ষেত্রে প্রথম, দ্বিতীয়, তৃতীয় উল্লেখ করে দিয়েছে। কেউ কেউ শুধু পর পর নাম্বার দিয়েছে। যেমন- ১৩, ৮, ১...এখানে কি বুঝা যায়? ১৩ কে ১ম সেরা, ৮ কে ২য় সেরা আর ১ কে ৩য় সেরা হিসেবে ভোট প্রদান করা হয়েছে?? 

      সমস্ত ভোট থেকে এরকম ১ম-২য়-৩য় ক্যাটাগরীর হিসেবে আমি একটা পরিসংখ্যান পেলাম। শেয়ার দেবো?? 

    • Load more relies...
    - তাহমিদুর রহমান

    হিপ হিপ হুররে

    - মামুন ম. আজিজ

    OK..........

    • - তাহমিদুর রহমান

      বেসরকারীভাবে দেওয়া হয়েছে।

    • Load more relies...
    Load more comments...