Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ সবাইকে মিলাইয়া শোক করলে যেন অধিক শোক করা গেল ~

আপনি শোক করতে চান ভালো কথা , করেন ।আমার তাতে কোন আপত্তি নাই । কিন্তু অন্যকে নিয়া কেন !!কোন বিষয়ে আপনার খারাপ লাগছে বলে  ঐ বিষয় নিয়ে যাদের খারাপ লাগছে না তারা কোন দোষ করে ফেলছে এমনটা না । আপনি করেন শোক , তিন দিন কেন বছরের পর বছর ধইরা করেন । অন্যরে টানেন কেন ।অন্যরে টাইনা আনলে কি অধিক শোক করা হয় নাকি !!!   

০ Likes ০ Comments ০ Share ৩৪৪ Views

Comments (0)

  • - ঘাস ফুল

    হুম! দূরত্ব সৃষ্টি হলে সম্পর্কটা নতুন করে অনুভবের ছোঁয়া পাওয়া যায়। তাই তো বলে ভালোবাসা মিলনে হয় মলিন, আর বিরহে হয় গভীর। ভালো লাগলো কবিতা ইমারান ভাই। 

    • - আল ইমরান

      ধন্যবাদ ঘাসফুল ভাই। 

    - লুৎফুর রহমান পাশা

    মানুষ তার স্বীয় অবস্থানে বরাবরই অসুখী। তাই চির সুখী মানুষ পাওয়া যায়না।

    একটা প্রবাদ আছে সঙসারিক জীবনে মাঝে মাঝে মান অভিমান সম্পর্কের গভীরতা বাড়ায়।

    • - আল ইমরান

      মানুষ কেন এত অসুখী ভাই?? 

    - কামরুন নাহার ইসলাম

    "খোলা আকাশ কি এত ভাল লাগতো যদি কিছু কিছু মেঘ নাহি ঢাকত,

    বল জীবন কি সুন্দর হতো এমন, যদি একটুও ব্যাথা নাহি থাকত-----" 

    • - আল ইমরান

      সহমত। 

    Load more comments...