Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

!!! লেখা আহ্বান!!! (“সংকাশ” এর ‘ছোট কাগজ’ এবং ‘গল্প সংকলন’)

সুধী,

আসছে- !!!!!!! সংকাশ ছোট কাগজের ৫ম ইস্যু!!!!!!!

২০১৫ এর অমর একুশে গ্রন্থমেলা সামনে রেখে মুক্ত চিন্তার লেখক সংগঠন “সংকাশ” ছোট কাগজ এর নতুন ইস্যু-৫ম সংখ্যা প্রকাশ করা হবে।

লেখার বিষয়- উন্মুক্ত। আগ্রহী লেখক / কবিগণকে কবিতা এবং ১৫০০ শব্দের মধ্যে ছোট গল্প পাঠানোর অনুরোধ জানানো যাচ্ছে।

এবং

আরও আসছে- !!!!!!!! সংকাশ গল্প সংকলন !!!!!!!!

অমর একুশে গ্রন্থমেলা ২০১২ এবং ২০১৩তে সংকাশ গ্রুপেরলেখকদের সম্মিলনে দু’দুটি সংকলন প্রকাশিত হয়েছে এবং ব্যাপক পাঠক জনপ্রিয়তা অর্জনকরেছে। সেই ধারাবাহিকতায় ২০১৫'তে প্রকাশিত হবে আরও একটি সম্মিলিত গল্পসংকলন। এইবার গ্রুপ লেখকদের বাইরের লেখকদেরও অন্তর্ভূক্তির ইচ্ছা প্রকাশকরা হয়েছেউপযুক্ত সংখ্যক মানসম্মত গল্প সংগৃহীত হলে বাংলাদেশ রাইটার্স গিল্ড প্রকাশনী হতে সংকলনটি প্রকাশ করা হবে। নিজেরলেখা সবচেয়ে সেরা একটি গল্প পাঠিয়ে আপনিও এই সংকলনে যুক্তহতে পারেন। সর্বোচ্চ ১৮০০ শব্দের মধ্যে লেখা আপনার গল্পটি পাঠিয়ে দিতেপারেন আমাদের ইমেইল ঠিকানায়। আপনার গল্পটি প্রকাশের জন্য নির্বাচিত হলে আপনারসাথে যোগাযোগ করা হবে। উল্লেখ্য, প্রকাশনার খরচ বহন করতে হবে নির্বাচিতলেখকদের তবে প্রদেয় টাকার বিপরীতে আপনার জন্য রয়েছে প্রকাশিত গল্প সংকলনের৫ কপি বই। আগ্রহীরা যোগাযোগ করুন। ধন্যবাদ

·         লেখার বিষয়- উন্মুক্ত

·         লেখা বিজয়-৫২ ফন্টে অথবা ইউনিকোড ফন্টে পাঠালেই চলবে।

·         লেখা মাইক্রোসফট ওয়ার্ড ফাইলে টাইপ করবেন।

·         লেখা কি ছোট কাগজের জন্য পাঠাচ্ছেন নাকি সংকলন এর জন্য- তা ইমেইলের বিষয়ে উল্লেখ করবেন।  

·         ওয়ার্ড ফাইলে লেখার সাথে আপনার নাম, বাসস্থান ঠিকানা, ইমেইল ঠিকানা এবং যোগাযোগের নাম্বার দিন।

·         লেখা পাঠানোর ই-মেইল : songkash@gmail.com

·         লেখা পাঠানোর শেষ সময়ঃ আগামী ২ রা নভেম্বর ২০১৪ রাত ১২ টারমধ্যে লেখা পাঠাতে হবে।

প্রচারে-
‘সংকাশ’- এর পক্ষে

জাকিয়া জেসমিন যূথী

এবং

মাহাবুব আলম মাহী (পন্ডিত মাহী)

২ Likes ১৫ Comments ০ Share ৬৯০ Views

Comments (15)

  • - কামাল উদ্দিন

    বাঙ্গালী জাতিকে স্বাধীনতা উপহার দেওয়া অকুতভয় বীর সৈনিকএম, এ, জি ওসমানীর জন্মদিনে ফুলেল শুভেচ্ছাemoticons

    - মাইদুল আলম সিদ্দিকী

    শুভ জন্মদিন বীর emoticonsemoticons

    সুন্দর লিখেছেন। emoticons