Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ প্যালেস্টাইনের ইস্যু কি মানবাধিকার ইস্যু ? ~

ভিডিও একঃ https://www.youtube.com/watch?v=Y58njT2oXfE

ভিডিও দুইঃ  https://www.youtube.com/watch?v=tdQ6QP6jja8&feature=youtu.be


ভিডিও তিনঃ https://www.youtube.com/watch?v=s6L6O-Nm7mk

 

ইসরায়েলের সাথে প্যালেস্টাইনদের লড়াই মানবাধিকার ইস্যুতে নয়। এটি হচ্ছে রাজনৈতিক লড়াই ।

" স্টপ জেনোসাইড ইন গাজা " , " সেইভ দা চিলড্রেন অফ গাজা " , " সেইভ গাজা " , '' ফ্রি প্যালেস্টাইন " ইত্যাদি ইত্যাদি ডায়লগ দিয়া এই ইস্যুরে মানবাধিকার ইস্যু বানাইতেছে কারা !!!
এইগুলা অত্যন্ত বাস্তবতাবিমুখী চিত্র ।

ইসারাইল রাষ্ট্রের নিকট , প্যালেস্টাইনদের মুক্তি চাওয়া অত্যন্ত অরাজনৈতিক এবং বুদ্ধিহীনতার পরিচয় । তারা প্যালেস্টাইন মুক্ত করতে চাইলে তো আর ঐখানে খুঁটি গাইরা বসত না । ঐ খুনাখুনীর চিত্রগুলা বরঞ্চ একটা কলোনিয়াল শাসকদের এবং তার সাথে সাথে একটা কলোনাইজড লোকজন এবং তাদের মধ্যকার রিলেশনের কথা তুইলা ধরতেছে । ইসরাইল রাষ্ট্ররে প্যালেস্টাইনের বুকে বাইচা থাকতে হইলে তাদের গণহত্যাই করতে হবে । তাই যেই রাস্ট্র তার অস্তিত্বের জন্য লড়াই করতেছে তারা প্যালেস্টাইন এর মুক্তি তথা প্যালেস্টাইনদের মুক্তি দিবে কেন ?

তাই মৃত প্যালেস্টাইনদের সাথে যদি দাঁড়াইতেই হয় তাহলে ভুয়া শোকের চাঁদর পুরা ফেইসবুকে/অনলাইনে না ছড়াইয়া বরং ইসরাইল রাষ্ট্রের উৎখাদের কথা বলাই শক্ত রাজনৈতিক অবস্থান হবে ।

" চাই প্যালেস্টাইন এর বুকে ইসরাইল রাষ্ট্রের বিলুপ্তি " ।

 

" চাই প্যালেস্টাইন এর বুকে ইসরাইল রাষ্ট্রের উৎখাদ " ।

     
২ Likes ১ Comments ০ Share ৪৮৫ Views