Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ তাদের পরিণতিই তাদেরকে বিপ্লবের আহবান দেয় ~

বায়ান্ন এবং একাত্তুর এর আন্দোলন/বিপ্লব একই তুলিতে আঁকা । শুধু এই দুইটি আন্দোলনে কিছু মানুষ এই পাশ ঐ পাশ করেছে । কিন্তু আন্দোলনের কারণ সেই একটাই ,

" জয় সর্বাহারাদের জয় !! "

কিন্তু একাত্তুর কিংবা বায়ান্নতে যেই স্বাধীনতা সর্বহারা মানুষেরা অর্জন করেছিল তা টিকে থাকে নাই এবং আমরা টিকিয়ে রাখতে পারি নাই । স্বাধীনতার ৪২ বছর পর ও সেই ঔপনিবেশিকতা, উগ্র জাতীয়তাবাদ, বর্ণবাদ-ফ্যাসিজম এবং পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি দ্বারা আক্রান্ত লোকগুলা , জন মানুষের ন্যায়বিচার এর আন্দোলনকে বেহাত করার  প্রচেষ্টায় সর্বদা-লিপ্ত আছে । ইতিহাস সাক্ষী দেয় , যে মানুষ প্রতারিত হতে হতে যখন তার পিঠ দেয়ালে ঠেকে যায় , তখন মানুষ আর স্থির থাকতে পারে না । তখন তাদের পরিণতিই তাদের বিপ্লবের আহবান দেয় , সাহস যোগায় সকল শাসক গোষ্ঠীর বিরুদ্ধে অবস্থান নেয়ার । আমরা আবার সেই প্রাচীন দেয়ালের মুখোমুখি হয়েছি ।

যদি এখনও পিঠ বাঁচানো জীবনপদ্ধতির তাড়নায় মনে করেন এই বীভৎসতা আমাকে কিংবা আপনাকে স্পর্শ করবেনা , তাহলে নিঃসন্দেহে আমরা ভুল করব । আসুন এই দেয়ালকে বুঝতে শিখি , দেখতে শিখি এবং নিজের মধ্যে কিছু অপরাধ-বোধ জাগ্রত করি । 

গণ মানুষের রাজনৈতিক চেতনায় বিপ্লব আনতে সাহায্য করি । 

এর কোন বিকল্প নাই। এর বিকল্প দাসত্ব  এর বিকল্প অপমানমৃত্যু 

 

০ Likes ২ Comments ০ Share ৩২৩ Views

Comments (2)

  • - আলমগীর সরকার লিটন

    বা সুন্দর হয়েছে কবিতা

    • - রুদ্র আমিন

      ধন্যবাদ আলমগীর সরকার ভাইজান।

    - রোদেলা

    নীল আকাশ কালো হয়ে গেছে, অবিশ্রান্ত বৃষ্টি আর বিকেলের এক ঝলোক রোদ যেন প্রকৃতির কোল জুড়ে বিষন্নতা।

    পাতা জুড়ে কেবল মুগ্ধতা।

    • - রুদ্র আমিন

      জেনে ভাল লাগল রোদেলা আপু। মন্তব্যের জন্য ধন্যবাদ।

    - মো: সাজিদ খান

    কবিতায় জীবনের গল্প অসাধারণ ভাবে তুলে ধরেছেন । আপনার অনুভূতিকে সাধুবাধ জানাই