Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ গণতন্ত্র ফালাইয়া দিয়া না বরঞ্চ আরো অধিক গণতন্ত্রের ব্যবস্থা কইরা ~

গণতন্ত্রের সমস্যা নিরসন করেন গণতন্ত্র ফালাইয়া দিয়া না বরঞ্চ আরো অধিক গণতন্ত্রের ব্যবস্থা কইরা । এবং এই সমস্যা নিরসন কারো একার পক্ষে সম্ভব না , সবাইকেই এগিয়ে আসতে হবে । আমাদের এই গণতন্ত্রে জনগণ হয়ে উঠতে হবে যা আমরা গত ৪২ বছর ধরে হয়ে উঠতে পারি নাই । আমরা যদি জনগণ হয়েই উঠতাম তাহলে বর্তমানে আমাদের পরিস্থিতি এই পর্যায়ে আসে না , আসতে পারে না । কেন আপনি আর আমি আজ বসে আছি আমাদের হর্তাকর্তার উপর নির্ভরশীল হয়ে । তারা যদি আমাদের কথা চিন্তা করতই তাহলে এই পরিস্থিতি সৃষ্টি কেন হয়েছে ? আমাদের এই পরিস্থিতির জন্য আমরা নিজেরাই দায়ী । কারণ আমরা গণতন্ত্রের সর্বোচ্চ শক্তি " জনগণ " নামক হাতিয়ারের সঠিক প্রয়োগ করতে পারি নাই । আর আমাদের জনগণ না হয়ে ওঠার দুর্বলতার সুযোগেই , আমাদের হর্তাকর্তারা আজ আমাদেরকে এই পরিস্থিতিতে নিয়ে আসছে । আমরা এখনও বুঝে উঠতেই পারছি না যে আমরা দেয়ালের সাথে দাঁড়িয়ে আছি , অর্থাৎ এর পেছনে আর যাওয়া সম্ভব না । কিন্তু তারপরেও আমরা বসেই আছি । ভাইরে , আমরা আমাদেরটা না দেখলে কেউ আমাদেরটা দেখে দিবে না । আমরা আমাদের রাজনীতি না করলে কেউ আমাদের হয়ে করে দিবে না । আসুন আমরা সকল প্রকার দাসত্ব ত্যাগ করে গণতন্ত্রের সর্বোচ্চ শক্তি অর্থাৎ জনগণে পরিণত হই ।

০ Likes ৯ Comments ০ Share ৪০৩ Views

Comments (9)

  • - আলমগীর সরকার লিটন

    কবিতাগুলো বেশ হয়েছে ---------

    • - সুমন আহমেদ

      ধন্যবাদ প্রিয় আলমগীর সরকাল। শুভেচ্ছা জানবেন।

    - মাসুম বাদল

    সবগুলোই চমৎকার

    শেষটায় বেশী...

    • - সুমন আহমেদ

      মাসুম ভাই ধন্যবাদ অনেক। ভাল থাকবেন।

    - ইসমাইল হোসেন

    • - সুমন আহমেদ

      শুভেচ্ছা।

    Load more comments...