Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ খুল্লাম খুল্লাম বলেন , " আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র চাই " !!! ~

গত ২১ ডিসেম্বর ২০১৩ তারিখে , banglanews24.com নামক অনলাইন পত্রিকায় পড়লাম  ,

" শুধু গণমাধ্যম নয়, সামাজিক যোগাযোগের জন্যও যে পেজগুলো আছে যেমন, ফেসবুক, এগুলোর জন্য নীতিমালা করতে হবে, যাতে করে কেউ কারও নামে আজেবাজে মন্তব্য না লিখতে পারেন।" 
- মাহমুদ মেনন, হেড অব নিউজ, banglanews24.com " 


এই লিংকে গেলে দেখতে পাবেন , http://www.banglanews24.com/detailsnews.php?nssl=3f05946b5239b6b7d10aa75d1203357d&nttl=21122013250176

 

*** গণমাধ্যম কিভাবে আজে বাজে মন্তব্য করে এবং ঐসব মন্তব্য কার কার কাছে অপ্রিয় হতে পারে !!! আর এই নীতিমালাটা কোন স্বার্থ চরিতার্থ করার জন্য করা হবে । আর সেই স্বার্থ , গণমাধ্যমের স্বাধীন প্রচারণার বিরোধি কিনা সেই আলাপে কেউ কি বসতেছে ? কিংবা এই নীতিমালা গণতান্ত্রিক রাষ্ট্রে  ব্যক্তি স্বাধীনতা ক্ষুণ্ণ করে কিনা , সেই বিচারে এই নীতিমালা কতটা উপযোগী কিংবা উপযুক্ত হবে ?

গণমাধ্যমে তার নীতি বিবর্জিত কাজ করলে সেইটা রাষ্ট্রের আইন দ্বারা প্রতিহত করা যায় । কিন্তু যুক্তি কিংবা বিশ্লেষণ দ্বারা প্রচারিত তথ্যকে " গালমন্দ " ভাববেন কি ভাবে । নাকি তথ্য ফাঁসের ঝুঁকি এড়াইতে চান । খোলাসা কইরা বলেন । অযথা গালমন্দের বিচার , রাষ্ট্রের আইনি ব্যবস্থা দ্বারা সমাধান করা যায় । এর জন্য নীতিমালার প্রয়োজন হয় না ।

এইসব নীতিমালা কইরা কি আটকানোর ধান্দা করতেছে তারা !!!

খোলাসা কইরা বললেই হয় , যে আপনারা সরকারি গান গাওয়ার জন্য আহবান জানাইতেছেন । কিন্তু এই গান গাওয়ার ফলে কি ফ্যাসিবাদ কায়েম হবে না !! অর্থাৎ ফ্যাসিবাদী শাসকের তরে গান গাইলে কি ফ্যাসিবাদী রাষ্ট্র কায়েম হবে না !! যদি তাই-ই হয় , অর্থাৎ ফ্যাসিবাদী রাষ্ট্র-ই যদি চান , তাহলে এত প্যাঁচ-ঘোঁচের তো দরকার নাই ।

খুল্লাম খুল্লাম বলেন , " আমরা ফ্যাসিবাদী রাষ্ট্র চাই " !!!

তখন আমাদের বুঝতে সুবিধা হবে কারা ফ্যাসিবাদী শাসকের তরে গান গাইতেছে । তাই কবি , সাহিত্যিক ও চিন্তক,  ব্রাত্য রাইছু ভাইয়ের মত আমিও বলতে চাই যে যারা এই ধরণের নীতিমালা চান , তারা নীতিমালা তৈরি না করে গীতিমালা তৈরি করূন ।

আর ফেসবুকের ক্ষেত্রে নীতিমালা তৈরি না করে ফেসবুক বন্ধ করে দিন । অযথা বাড়তি ঝামেলায় পরবেন কেন !!!            

০ Likes ৪ Comments ০ Share ৩৩০ Views

Comments (4)

  • - লুব্ধক রয়

    সুন্দর কবিতা লিখেছেন দাদা

    • - সকাল রয়

      মুগ্ধতা!

      চেয়ে চেয়ে দেখলাম

    - আলভিনা চৌধুরী

     খাঁচার দরোজাটা খোলা। শুধু বের হবার নিয়মটা জানিনা আমি।

    দারুন ! 

    তবে লাইন ব্রেক থাকলে ভালো হত বলে মনে হচ্ছে। গদ্য ঢঙে  এই কবিতাটা ঠিক মানাচ্ছে না। 

    - রোদেলা

    খাঁচার দরোজাটা খোলা। শুধু বের হবার নিয়মটা জানিনা আমি।

    নিচে নিচে লিখলে আরো চোখে ভালো লাগতো।

    Load more comments...