Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

~ কেন যুক্তরাষ্ট্র ও ইসরাইল দুনিয়ার শান্তির জন্য সবচেয়ে বড় হুমকির কারণ -- ১ ~

নোম চমস্কি  

অলটারনেট , সেপ্টেম্বর ৩ , ২০১২ 

আমাদেরকে এই জগত সংসার সম্পর্কে এমনভাবে দেখানো হচ্ছে যে , একজন চাইলেই তার খোলস থেকে বেড়িয়ে এসে কিংবা এই দুনিয়া সম্বন্ধে নতুন করে চিন্তা-ভাবনার পথ অতি সহজে গড়তে পারবেনা । চলেন কিছু ধারণা দেখে আসা যাক।

বর্তমানে ইরানে পূর্বের তুলনায় প্রবল শব্দে যুদ্ধের বাজনা বাজছে।কিন্তুএই ঘটনার উল্টোটাই যদি বাস্তবে ঘটত তা হলে কি হত !!

অর্থাৎ ইরান  তার  মহাশক্তির জোরে ইসরাইলে ধ্বংসাত্মক ও মরণশীল  অস্ত্র নিয়ে নিচুস্তরের যুদ্ধ পরিচালনা করছে।তার(ইরানের) উচ্চপদস্থ রাষ্ট্রপ্রধানেরা উচ্চস্বরে প্রকাশ করছেন যে তারা ইসরাইলের সাথে কোন সমঝোতায় পৌঁছাতে পারছেনা । অন্যদিকে ইসরাইল , কোন প্রকার পারমাণবিক চুক্তিতে স্বাক্ষর করবেনা এমনকি এই বিষয়ে তারা বাইরের কোন রাষ্ট্রের কোন প্রকার তদারকি কিংবা নাক-গলানোও পছন্দ করবেনা।তারা (ইসরাইল) আন্তর্জাতিক “ পারমাণবিক মুক্ত অঞ্চল ” করার ডাকও নাকচ করে দিয়েছে । যার ফলে ইরান সর্বদিক থেকেই নৈতিক সমর্থন পেয়ে আসছে।

ইরানের  রাষ্ট্রপ্রধানেরাও তাই এই সুযোগে ইসরাইলে “ বম্বিং ” করার ঘোষণা দিয়ে ফেলেছে এবং কিছু ইরানী মিলিটারি গবেষকদের কাছ থেকে জানা গেলো , এই আক্রমণ নাকি যুক্তরাষ্ট্রের নির্বাচনের পূর্বেই সূচনা করা হবে ।

এই উদ্দেশ্যে ইরান তার মিত্র রাষ্ট্র জার্মানি থেকে পাঠানো ক্ষেপণাস্ত্র সহ , বোমারু বিমান ও সাবমেরিনের সহযোগিতা পাবে যা কিনা ইতিমধ্যেই ইসরাইলের উপকূলে অবস্থান করছে । যে কোন সময়-ই ইরান , তার আন্তর্জাতিক পৃষ্ঠপোষকতার প্রভাব খাটিয়ে হামালা করে বসতে পারে ।

ঠিক সেই মুহূর্তে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা-মন্ত্রী লিওন পানেত্তা এক প্রেস বিজ্ঞপ্তিতে বলেন যে , আমরা এই ধরণের আক্রমণে সমর্থন দেই-না এবং একটি সার্বভৌম দেশ হিসেবে ইরান তার সর্বোচ্চ স্বার্থে কাজ করে যাবে ।         

অবশ্যই উপরোক্ত সবকিছুই একটা কল্পনার খোরাক কিন্তু বর্তমানে এইটা বাস্তব ঘটনা । খালি এই ঘটনার চরিত্রগুলাকে এই পাশ ঐ পাশ করতে হবে । সত্যিকার গবেষণা একেবারে সঠিক এরূপ প্রমাণিত না হলেও ইরানের প্রতি এইরূপ আচরণ অত্যন্ত ক্রূর এবং অবিচারী ।

( অসমাপ্ত )

লেখকঃ আর্টিকেলটা লিখেছেন নোম চমস্কি ।

অনুবাদদ ঃ জাওয়াদ আহমেদ অর্ক

 

পরবর্তী অনুচ্ছেদগুলো পরে দেওয়ার চেষ্টা করব ।  

০ Likes ৪ Comments ০ Share ৪৪৫ Views

Comments (4)

  • - রোদের ছায়া

    কবিতায় ভালো লাগা রইলো। ঘুমন্ত যাত্রীকে জাগিয়ে তোলার আহ্বান জাগ্রতদের কর্ণ গহ্বরে পৌঁছুলেই হয় এবার।

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

      জাগ্রতদের কর্ণ গহব্বরে পৌছুবে আশা করি।

    - নীল সাধু

    শুভেচ্ছা মুসা ভাই
    আমি নাম ছোট করে নিয়েছি

    আজকে খুব ভালো লেগেছে আপনার সাথে সেখা হওয়ায়! নাইস। 
    কৃতগুতা ভালোবাসা যোগ দেয়ায়

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

      ধন্যবাদ নীল দা।

      ওখানে পাঁচটা নাম আছে একটা বললেই হয়।

      আড্ডায় আপনার সাথে কথা বলে আমার খুব ভাল লেগেছে।

      আনমনার দেয়া প্রস্তাব পাশ হলে আমি সাপ্তাহিক আড্ডা মিস করব না।

    - শহীদুল ইসলাম প্রামানিক

    কবিতা ভাল লাগল। ধন্যবাদ

    • - গৌতমমূসা মোহাম্মদ কৃষ্ণঈসা

      ধন্যবাদ প্রামাণিক ভাই।

      আড্ডায় আপনাকে পেয়ে খুব ভাল লেগেছে।

    Load more comments...