Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

" কি নোংরা দেশ...! কি দুর্গন্ধ...!!! "

বিকেলে রাস্তা দিয়ে হাঁটছি...  মুখ কেমন শুকনা শুকনা লাগতেছে...  মুখে Crispy ফ্লেভার আনতে কিনলাম চিপসের প্যাকেট...।।  :D    চিপস খেতে খেতে একটু সামনে এগিয়ে গেলাম... 

সামনেই একটা ডাস্টবিন যেটা ফুটপাত পার হয়ে রাস্তা পর্যন্ত গড়িয়ে গেছে...    নাক-মুখ চেপে ডাস্টবিন পার হলাম...  মনে মনে সরকার কে দু-একটা গালি দিলাম...   "শালার...কোন দেশে থাকি... রাস্তা দিয়ে হাঁটাই যায় না...!" .."ক্যামনে যে দেশ চালায় সরকার...উফফ...! "     -_-  

চিপসে কামড় দিয়ে মুহূর্তেই সব ভুলে হাঁটছি সামনে...
এবার কোথা থেকে ভেসে আসছে  ইউরিনের বুটকো  গন্ধ...!  এদিক ওদিক তাকায় দেখলাম,  দেয়ালে "চিকামারা"...   "এখানে প্রস্রাব করিবেন,না করিলে নগদ ৫০ টাকা জরিমানা" ...!!!  :o  
কেউ দুষ্টামি করে যতিচিহ্নের  সূক্ষ্ম পরিবর্তন করছে... আর অন্যরাও যেন সেই নিয়ম মেনে চলছে... যেন কর্তব্য পালন করতেছে...!!! 

এসব দেখে অভ্যস্ত... তাও মেজাজ খারাপ করে... দুঁহাতে নাক চেপে... দুষলাম সরকারকে...  :3
" ক্যামনে যে দেশ চালায় ..রাস্তাঘাটে হাঁটা যায় না...  !..দুর্গন্ধ!...উফফ...!!!"

সেই "উন্মুক্ত" (!) পাব্লিক টয়লেট পিছনে ফেলে নাক বরাবর সামনে হাঁটছি...
চিপসের প্যাকেট খালি করে ফেলসি...  প্যাকেট টা ছুড়ে ফেললাম রাস্তায় "ফুটপাতের" উপরেই ...!  -_-

আরও একটু  এগিয়ে   যেতেই... "প্রকৃতি" ব্যাকুলভাবে 'ডাক' দিলো...! :3   আমি এদিক ওদিক তাকালাম...
ঐতো দূরে পাব্লিক টয়লেট দেখা যাচ্ছে... কিন্তু এতদুর যাওয়ার টাইম কই...!!!
দেয়ালে পরিচিত "চিকামারা" দেখলাম... 

তারপর ফুটপাতের উপরেই... দেয়ালের আড়ালে... প্রকৃতিকে আপন করে তার ডাকে  আমিও ... ... ... !।।

পরদিন, একই জায়গা দিয়ে হাঁটার সময় হয়তো আমি 'নিজেই' বা অন্যকেউ দুই হাতে নাক চেপে 'নাকি-সুরে'  সরকারের গুষ্টি উদ্ধার করতে করতে হেটে  যাবো...!!!! 

 " ক্যামনে যে দেশ চালায় ..রাস্তাঘাটে হাঁটা যায় না...  "  
" উফফ... কি নোংরা দেশ...!  কি দুর্গন্ধ...!!! "

[ একটু পাল্টাই... ? আরও একবার ভেবে দেখি... তারপর পাল্টাই...??? ]
০ Likes ৪ Comments ০ Share ৬১৫ Views

Comments (4)

  • - শাহ আলম বাদশা

    ভাল্লাগলো 

    • - সোহেল আহমেদ পরান

      সুন্দর লিখেছেন ভাইজান।।

      প্রেমময় শুভেচ্ছা

    • Load more relies...