Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

Tanzin T Rizon

১০ বছর আগে

** বৌ এর রচনা

"বৌ" একটিগৃহপালিতমহিলা মানুষ। সংসারে এরা সচরাচর "গিন্নী" নামেওপরিচিত থাকে । এদের অন্য সকল স্বাভাবিকমানুষেরমতই দুটো হাত, দুটো পা, দুটো চোখসহ সবইআছে।তবেজিনগতসূত্রে "চাপা"

নামক একটা বিশেষ জিন এদের শরীরে অধিক পরিমানে থাকে । যার কারনে চাপাবাজিতেএদের মতদ্বিতীয় আর কোন প্রাণী নেই।

পাশেরবাসারভাবীরসাথেননস্টপ চাপাবাজিতেঅতুলনীয়হবার বিশেষ সুনাম

এদের রয়েছে । আরহিন্দিসিরিয়ালএদের কাছেকেএফসিতেগিয়েমুরগীর হাড্ডিচিবানোরচেয়েও অধিকতম উত্তম।

আর স্বামীরসাথেঝগড়াঝাটিতেজয়লাভ নাকরাপর্যন্ত এরা নিরলস ভাবে সংগ্রাম করেযেতে সক্ষম ।

স্বামীএকটুরাতকরেবাসায় ফিরলেহাড়ি–পাতিল সহ

যাআছেসবকিছু আলোরবেগেছুড়েমারতে এদের কোন দ্বিধানেই।

আরকথায়কথায় নানার ধরনের

আল্টিমেটামের সাথে - বাপেরবাড়িচলেযাওয়ার আল্টিমেটামটা থাকেসবসময়ই।

যদিওকিছুদিনপর বাপেরবাড়ীথেকেনিজেরাই নিজ

দায়িত্তে বিরক্তহয়েফিরেআসে।

আসলকারণটাহল, বাপেরবাড়ীতেগিয়ে সঠিক ভাবে কারো কাছে

কোনপাত্তাপায়নাতাই ।

সবারশেষেরবৌএর একটাচিরন্তনবাণীবলি, "তোমারসাথেবিয়েহয়েআমার লাইফটাশেষ।তুমিজানো, আমারজন্যকতডাক্তার, ইন্জনিয়ারএসেছিলো? কলেজেথাকতেকতগুলোপ্রেমপত্র আমি পেয়েছি? বাবাশেষমেষ বিয়েদিলোতোমারমতএকটা হাঁদারাম রামছাগলেরসাথে।" তারপর ক্যাঁচক্যাঁচানি করে কেঁদেনাকের পানি, চোখেরপানিএককরে

আর নারীনির্যাতনেরকেইসকরারহুমকি দেয় ।

০ Likes ৫ Comments ০ Share ৮৭৯ Views

Comments (5)

  • - আলমগীর সরকার লিটন

    আপনার কবিতার সাতে আমিও সমবেদনা জানালাম

    শুভ কামনা--------

    - মাসুম বাদল

    সত্যিই আমরা বাকহিন... 

    - বাংলার পাই বাপা

    আপনার সাথে ও আপনার বন্ধুর সাথে সমব্যথী হয়ে সমবেদনা জানালাম।