Site maintenance is running; thus you cannot login or sign up! We'll be back soon.

বাংলা নিউজ

৮ বছর আগে লিখেছেন

টেষ্টে সর্বোচ্চ রান সংগ্রাহক এখন তামিম


ফতুল্লা টেষ্টে আজ দিনের শুরুতে বাংলাদেশ দল ভারতের বিপক্ষে নিজেদের প্রথম ইনিংসে ব্যাটিং করতে নামে। এরমাঝেই ওপেনার তামিম ইকবাল যখন নিজের ব্যক্তিগত ৭ রানে পৌছান
, তখনই তিনি স্পর্শ করেন নতুন একটি মাইল ফলক।

 

হাবিবুল বাশারকে (৩০২৬ রান) টপকে তামিম ইকবাল এখন বাংলাদেশী ব্যাটসম্যানদের মধ্যে টেষ্টে সবচেয়ে বেশী রানের মালিক।

 

পাকিস্তানের সাথে গত টেস্ট সিরিজেই দ্বিতীয় বাংলাদেশী হিসেবে তিন হাজারির ক্লাবে নিজের নাম লেখান তামিম। হাবিবুল বাশার টেস্টে ৯৯ ইনিংসে ৩০.৮৭ গড়ে করেছিলেন ৩০২৬ রান l আর হাবিবুল বাশারকে টপকাতে তামিম খেলেন বাশারের চেয়ে ২২ টি ইনিংস কম l অর্থাৎ ৭৭ ইনিংসে ৪০ এর কাছাকাছি গড়ে টেস্টে তামিম ইকবাল

করে ফেলেছে ৩০২৭ রান l যার মধ্যে রয়েছে টেস্টে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ সেঞ্চুরী ৭ টি এবং ব্যাক্তিগত সর্বোচ্চ ইনিংস (২০৬) l একটি বিষয় উল্লেখ্য যে- ওয়ানডে এবং টেষ্ট -বাংলাদেশ দলের ব্যাটসম্যান হয়ে ২ ফরমেটের সব রেকর্ডই এখন তামিমের দখলে।

 

এই ইনিংসে এখনো অপারাজিত আছেন তামিম l এখন দেখা যাক নিজের রানের ইনিংস কতদূর নিয়ে যেতে পারে তামিম l দেশের হয়ে একে একে ব্যাটিংয়ের সব রেকর্ড নিজের করে নিচ্ছেন তামিম ইকবাল l এ যেন এক অনন্য তামিম l

Likes Comments
০ Share

Comments (0)

  • - এ.টি. নূর শেখ লিটা

    সুন্দর লিখেছেন ভাইয়া। শুভেচ্ছা রইল অনেক emoticons

    • - সোহেল আহমেদ পরান

      আপনার সুন্দর মন্তব্যে অনেক ভালো লাগছে বোন। 

      শুভকামনা আপনার জন্য একরাশ emoticons

    - রোজী আরেফিন

    ক্রমশ গেছি জেনে-
    হাতছানি দিয়ে যাও তুমি দিগন্তে
    দূরের আকাশ তুমি
    আমি এক বালক সাধারণ । - আপনি সাধারণের ভিতরে 'অসাধারণ' আপনার মন-মনন এবং চিন্তাধারার ভিন্নতার জন্য। অনেক ভালো লেগেছে কবিতাটি।

     

    শুভ সকাল।emoticons

    - সোহেল আহমেদ পরান

    আপনার মন্তব্যটুকুন মাথায় করে রাখলাম কবি। 

    অনুপ্রেরণামূলক আপনার কথায় আমি আপ্লুত।

    অনেক ভালো থাকুন... emoticons

    Load more comments...